শনিবার রাজ কুন্দ্রার জামিনের আর্জি খারিজ করে দিল বম্বে হাইকোর্ট।অশ্লীল ভিডিও তৈরি এবং বিভিন্ন বিদেশি ওয়েব সাইটে সেই ভিডিও বিক্রি করার অভিযোগে গত মাসেই শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।বিষয়টি নিয়ে তদন্তে নামে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।বেশ কয়েক দফায় আদালত তাঁকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল।গত ২৭জুলাই রাজ কুন্দ্রাকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেয় কোর্ট।
আরও পড়ুন – রাজ-কাণ্ডে শার্লিনকে জিজ্ঞাসাবাদ
রাজ এবং তাঁর সহযোগী রায়ান থর্পের তরফে মুম্বইয়ের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে অবিলম্বে জামিনের আবেদন করা হয়।শনিবার সেই অবিলম্বে জামিনের আর্জি খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট।
আরও পড়ুন – অসুস্থ নুসরত ভারুচা
ইতিমধ্যেই অশ্লীল ভিডিও চক্র এবং রাজের কীর্তি নিয়ে নড়ে চড়ে বসেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ অভিনেত্রী শিল্পা শেট্টি সহ শারলিন চোপড়া এবং গেহনা বশিষ্ঠকেও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।
আরও পড়ুন – হাত বাড়ালেন সলমন