ওয়েব ডেক্স: মাথার চুল ছেঁড়ার মতো অবস্থা হয়েছিল রণবীর-আলিয়ার (Ranbir-Alia) প্রতিবেশীদের। শেষ পর্যন্ত টিকতে পেরেছিলেন করা নিরাপত্তার কারণে। বাড়ি থেকে বের হওয়াই হয়ে উঠেছিল দুষ্কর। শত হোক বলিউডের (Bollywood) প্রথম সারির তারকার বিয়ে বলে কথা।
বাড়ির সামনে ছিলেন সারি সারি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। সঙ্গে অনুরাগীদের চিল চিৎকার। কঠোর নিরাপত্তার বেড়াজাল। রণবীর-আলিয়ার প্রতিবেশীরা এদিন দিনভর ঘরবন্দী ছিলেন। এমনকী, বারান্দায় বের হতেও ছিল মানা! তারকা জুটির বিয়ের প্রায় দু’বছর পর তাঁদের বিয়ে নিয়ে মুখ খুললেন নিরাপত্তা রক্ষী।
আরও পড়ুন : বহুজাগতিক সংস্থার চেয়ারম্যানের বিপক্ষে সরব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসেছিলেন রণলিয়ার বিয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা ইউসুফ ইব্রাহিম। বহু তারকার বিয়ের নিরাপত্তার কাজই করেছিলেন ইউসুফ। তিনি জানান, সেদিন মোট ৬০ জন নিরাপত্তাকর্মী ছিলেন। এত ভিড় হয়েছিল যে হিমশিম খেতে হয়েছিল। এমনকী, আমাদের জন্য প্রতিবেশীরাও অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন। যদিও সবাই সহযোগিতা করেছে। এটাই ভালো বিষয়।’
উল্লেখ্য, ২০২২ সালে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তার আড়াই মাস পর আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। ওই বছরই ৬ নভেম্বর মেয়ের জন্মের খবর জানান রণলিয়া
দেখুন আরও খবর:
The post রালিয়ার বিয়ে নিয়ে অতিষ্ঠ পাড়া-পড়শি! ঠিক কি হয়েছিল? first appeared on KolkataTV.
The post রালিয়ার বিয়ে নিয়ে অতিষ্ঠ পাড়া-পড়শি! ঠিক কি হয়েছিল? appeared first on KolkataTV.