Placeholder canvas
কলকাতা রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ |
K:T:V Clock
রাত পোহালেই নতুন বছর, কেমন যাবে ২০২৫​
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By: 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ০৭:০০:০১ এম
  • / ৬৭ বার খবরটি পড়া হয়েছে

ফের একটা বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে (New Year 2025) স্বাগত জানাবে গোটা বিশ্ব। সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বিচ্ছেদ সব কিছুকে নিয়ে একটা বছর পার করলাম আমরা। এবার স্বাগত ২০২৫। নতুন উদ্যমে সকলেই তাদের জীবন (Life) শুরু করবে। এই নয়া বছর কোন রাশির (Horoscope) কেমন যাবে জেনে নেওয়া যাক-

 

মেষ রাশি- রাশিফল ২০২৫ সালে আপনার অর্থভাগ্য ভালো। বিশেষ করে মার্চের পর থেকে ভালো সময় আসবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে। বৃহস্পতির গোচরও মে মাসের মধ্য পর্যন্ত আপনার আর্থিক স্থিতি মজবুত রাখতে চাইবে। অর্থাৎ সামান্য রূপে এই বর্ষ আপনি আপনার ব্যবসায় ভালো করতে দেখা যাবে। শিক্ষার্থীদেরও এই বছর আরও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে। বিবাহিত হলে, আপনার স্ত্রী বা জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ হবে। একই সময়ে, একে অপরের সাথে সম্পর্ক বজায় রাখাও গুরুত্বপূর্ণ হবে। প্রেমের দিক থেকে এই বছরটি কিছুটা দুর্বল হতে পারে। শরীর ভালো যাবে।

 

বৃষ রাশি- বৃষ রাশির জাতক-জাতিকাদের কিছু বেশি পরিশ্রম করতে হতে পারে। তবে পরিশ্রমের ফল মিলবে।  বিশেষ করে মার্চের পর থেকে ভালো ফল পাওয়া যাবে। সুনাম বাড়বে।  মে মাসের পর কর্মক্ষেত্রে কিছু জটিলতা দেখা দিতে পারে। সারা বছর অসুবিধা চলতে পারে, তবে অসুবিধার পরে, কাজ সফল হবে এবং ভালো ফল পাওয়া যাবে। বৃষ রাশির মানুষ আর্থিক বিষয়ে তাদের কঠোর পরিশ্রম অনুসারে ভালো ফল পাবেন। শিক্ষার দিক থেকে এ বছর ভালো যেতে পারে। দাম্পত্য ও দাম্পত্য জীবনের জন্যও এই বছরটি শুভ বিবেচিত হবে। ২০২৫ সালটি প্রেমের সম্পর্কের জন্য সাধারণত অনুকূল ফলাফল দিতে পারে। স্বাস্থ্যর দিকে মনোযোগী হবেন।

 

মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের ২০২৫ সাল শুভ হতে চলেছে। আগামী বছর কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে তবে ফলাফল তুলনামূলকভাবে ভালো এবং সন্তোষজনক হতে পারে। আপনার বড় এবং সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা গুরুত্বপূর্ণ হবে। এবছর ধর্ম চর্চা করুন। তাতেই মিলবে মানসিক শান্তি। যার প্রভাব আপনার কাজ, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে দেখা যাবে। অন্যদিকে আধ্যাত্বিক থেকে দূরে মানসিক চিন্তা বৃদ্ধি করার কাজ করতে পারে। অতএব, রাশিফল ২০২৫ অনুসারে, আপনি এই বছর আর্থিক বিষয়ে মিশ্র ফল পেতে পারেন। ফলাফলও গড় থেকে ভালো হতে পারে। ব্যক্তিগত জীবনেও মে মাসের পরের সময়টা ভালো হতে পারে। সেটা প্রেমের বিষয় হোক বা বিবাহিত জীবনের, মে মাসের পর তুলনামূলক ভালো ফল পেতে পারবেন। শিক্ষার্থীরাও মে মাসের পর ভালো ফলাফল করতে পারবে।

 

কর্কট রাশি- কর্কট রাশির জীবনে বড় কিছু সমস্যা ২০২৫ সালে দূর হবে। বিশেষ করে মার্চের পরে আপনি সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আর আপনি অনেক বেশি প্রাণবন্ত থাকবে। নতুন কাজের উৎসাহ পাবেন। কাজে উদ্যম বাড়বে।

প্রবীণদের নির্দেশনায় আপনাকে আরও ভালো করতে দেখা যাবে। যদি নতুন বছরে কর্কট রাশির জাতক-জাতিকাদের সমস্যাগুলো পুরোপুরি চলে যাচ্ছে বলে মনে হচ্ছে না, তবে সমস্যাগুলো হ্রাস পাওয়ার সঙ্গে সঙ্গে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হবেন। মে পর্যন্ত ভালো লাভের যোগ নির্মিত হচ্ছে। অন্যদিকে মে মাসের পরে খরচা বৃদ্ধি হতে পারে। যদিও বিদেশ বা জন্ম স্থান থেকে দূরে থাকা লোকেদের মে মাসের পরে ভালো পরিণাম মিলতে পারে কিন্তু অন্য লোকেদের আর্থিক আর পারিবারিক ব্যাপারে মে মাসের পরে অধিক বোঝাপড়া আর দৃঢ় হওয়ার খুব প্রয়োজন রয়েছে।

প্রেমের বিয়ে এবং বৈবাহিক বিষয়ে, মে মাস পর্যন্ত সময়টি তুলনামূলকভাবে ভালো যাবে। শিক্ষার্থীরাও যদি মে মাসের আগে তাদের পড়াশোনার গতি বজায় রাখে, তবে তারা পরবর্তী সময়ে অনুকূল ফলাফল পেতে থাকবে।

 

সিংহ রাশি- ২০২৫ আপনাকে মিশ্র ফল দেবে। অর্থাৎ এই বছর সামান্য রূপে মিশ্রিত পরিণাম দিতে পারে।  তাই ব্যবসা ও চাকরি সংক্রান্ত বিষয়ে কিছু অসুবিধা বা সমস্যা দেখা যেতে পারে। চাকরিতে বদলি বা পরিবর্তনের জন্যও পরিস্থিতি তৈরি হতে পারে। ফলে বাড়ি থেকে দূরে থাকতে হতে পারে। তবে এই বছরটি সাধারণত অর্থনৈতিক ক্ষেত্রে ভালো থাকবে। আর্থিক বিষয়ে অনুকূলতা থাকতে পারে।  তবে ব্যয় বাড়বে। একটু পরিকল্পনা করে খরচ করতে হবে। ভ্রমণ হবে।

মে মাসের পরের সময়টি ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রেও ভালো ফল দিতে পারে। বিবাহ সংক্রান্ত বিষয়ে সামঞ্জস্যতা দেখা যেতে পারে। সন্তান প্রভৃতি বিষয়েও ভালো ফল পাওয়া যেতে পারে। সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত বিষয়ে মে মাসের পরের সময়টা ভালো ফল দেবে বলে মনে হচ্ছে।

 

কন্যা রাশি-কন্যা রাশিদের জন্য ২০২৫ সাল দুর্দান্ত সময় কাটবে। গত বছরের তুলনায় নতুন বছর ভালো কাটবে তাদের।  ব্যবসায় বাধা দূর হবে। বৈবাহিক বিষয়েও সামঞ্জস্য বজায় থাকবে। দাম্পত্য জীবনের প্রতিবন্ধকতা দূর হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও তুলনামূলক উন্নতি লক্ষ্য করা যায়। রাশিফল ​​২০২৫ অনুসারে, পেশাদার শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদেরও ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরটি আপনার জন্য অনুকূল। বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রেও ভালো।  ভালো চাকরি পাওয়ার যোগ তৈরি হবে। মোটের উপর এই বছরটা গত বছরের তুলনায় সবদিক দিয়ে ভালো কাটবে।

 

তুলা রাশি-তুলা রাশিদের আরামেই কাটবে ২০২৫ সাল। তাদের জীবনে অধিকাংশ ব্যাপারে বেশ ভালো পরিণাম দিতে পারে।  আপনার পুরনো সমস্যাকে দূর করে উন্নতির নতুন দরজা খুলতে পারে। অনেক বিষয় চিন্তামুক্ত হবেন। বিশেষ করে চাকরি ইত্যাদি বিষয়ে খুব ভালো ফল পাওয়া যাবে। আপনার চিন্তা শক্তি এবং তীক্ষ্ণতার কারণে আপনি এখন সুন্দর পরিকল্পনা করে ব্যবসায় ভালো করতে সক্ষম হবেন। শিক্ষার্থীদের জীবনে আসা অসুবিধাও দূর হবে। গুরুজনদের আশীর্বাদ ও নির্দেশনা জীবনে উন্নতির দ্বার খুলে দেবে। আপনি যদি ছাত্র হন তবে এবছর ভালো রেজাল্ট পাবেন। মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময়টি প্রেম, বিবাহ, দাম্পত্য জীবন ইত্যাদির সঙ্গে সম্পর্কিত বিষয়ে ভাল সামঞ্জস্য প্রদান করতে পারে।

 

বৃশ্চিক রাশি-২০২৫ সালে বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা মিশ্র ফল পাবেন। কিছু বড় এবং পুরনো সমস্যা দূর হতে পারে, কিন্তু কিছু নতুন সমস্যা আবার দেখা দিতে পারে। তবে বেশি চিন্তার কিছু নেই। ঠিক মতো পরিকল্পনা করে কাজ করলে বছরটা ভালো যাবে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত আপনাকে ভালো সুবিধা দেবে, তবে মে মাসের মাঝামাঝি থেকে সময় কিছুটা প্রতিকূল থাকতে পারে। ধৈর্য্য হারাবেন না। সময় সব সমস্যার সমাধান করবে।

মে মাস পর্যন্ত সময়টি শিক্ষা সংক্রান্ত বিষয়ে তুলনামূলকভাবে বেশি অনুকূল বলা হবে। মে মাসের মাঝামাঝি আগের সময়টি বিবাহ, বাগদান, প্রেমের সম্পর্ক এবং সন্তান প্রভৃতি বিষয়গুলোর জন্যও উত্তম বলে বিবেচিত হবে।

 

ধনু রাশি-ধনু রাশির ২০২৫ সাল মিশ্র ফল দেবে। কিছু সমস্যা আসলেও তার সমাধান হবে। ফলে অর্থনৈতিক সংকট থাকবে না, মে মাসের পর আয়ের উৎসও বাড়তে পারে। মে মাসের পরের সময়টি প্রেম, বিবাহ, বিবাহ এবং শিক্ষা প্রভৃতি বিষয়ে ভালো ফল দিতে পারে। স্বাস্থ্য মোটের উপর ভালো যাবে। নয়া চাকরির যোগ রয়েছে। তবে পরিশ্রম খুব বেশি করতে হবে। বাবা-মা, গুরুজন স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন।

 

 

মকর রাশি- আপনাকে পুরনো সমস্যা থেকে মুক্তি লাভ।  পরিবারে চলমান অশান্তিও এখন শান্ত হবে। আপনি যদি আপনার চাকরি ইত্যাদি পরিবর্তন করার চেষ্টা করেন তবে পরিবর্তনও সম্ভব হবে। ব্যবসার ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। ব্যবসার ক্ষেত্র শুভ। নতুন ব্যবসা শুরু করতে পারেন। মানসিক শক্তি বাড়বে। পুরনো আত্মবিশ্বাস আবার ফিরে পাবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও শক্তিশালী হবে। মাঝখানে কোথাও থেকে সুখবরও শোনা যেতে পারে। এত কিছুর পরেও মে মাসের পরে আর্থিক ও পারিবারিক বিষয়ে সতর্ক থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে।  প্রেমের জায়গা মোটামুটি। প্রিয় জনের বাদানুবাদ এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।

 

কুম্ভ রাশি– কুম্ভ রাশিদের সাল ২০২৫ আপনাকে মিশ্রিত পরিণাম দিবে। কিছু ব্যাপারে আপনাকে আশাহত করলেও বছরের শেষের দিকে ভালো পরিণাম মিলতে পারে।  আপনার মধ্যে নতুন কিছু করার তাগিদ অনুভব করবেন। থেমে কাজগুলি ধীরে ধীরে হতে থাকবে। আপনার স্বাস্থ্যও অনুকূল থাকবে এবং আপনার কাজও ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে। এই বছরটি মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া খুব গুরুত্বপূর্ণ হবে। পরিবারের সঙ্গে ভ্রমণ হবে। বিয়ের যোগ আছে। প্রেমের দিক শুভ। শরীর ভালো যাবে।

 

মীন রাশি- রাশিফল ২০২৫ সাল আপনার জন্য মিশ্র ফল দেবে। আপনার মানসিক চাপ দূর করবে, শান্তি দেবে। এবছর অলসতা ছেড়ে ফেলুন। আপনি আপনার কাজের ব্যবসা সম্পর্কে কিছুটা অসাবধান হতে পারেন। অসাবধানতা পরিহার করে পূর্ণ নিষ্ঠার সাথে কাজ করলে ফলাফলও ভালো হতে পারে। মে মাসের মাঝামাঝি পরে, আপনার সততার ভাল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি থেকে দূরে অবস্থানকারী শিক্ষার্থীরা ভালো ফল করতে পারবে। বাড়ি থেকে দূরে অবস্থান করে অর্থ উপার্জনকারী লোকেরাও ভাল ফল পেতে সক্ষম হবেন। তাদের জন্মস্থানের কাছাকাছি কাজ করা বাকি লোকেরা তাদের কাজে কিছুটা অসন্তুষ্ট থাকতে পারে। তবুও, সামগ্রিকভাবে আমরা এই বছরটিকে আপনার জন্য মিশ্র বা কিছু ক্ষেত্রে গড় থেকেও ভালো বলতে পারি। পরিবারে সঙ্গে সম্পর্কগুলো আরো মজবুত হবে। স্বাস্থ্য ভালো যাবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

The post রাত পোহালেই নতুন বছর, কেমন যাবে ২০২৫ first appeared on KolkataTV.

The post রাত পোহালেই নতুন বছর, কেমন যাবে ২০২৫ appeared first on KolkataTV.

​ 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

শহরে গ্রেফতার বাংলাদেশি যুবতী​
রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
রবিবার ভারতে ফিরছেন ৯৫ জন বন্দি মৎস্যজীবী​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়ার, দেখে নিন​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
কীভাবে ছড়ায় HMPV ভাইরাস?​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
মালদহে তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
করোনাকালের নিঃসঙ্গতায় কাছে আসা, বিয়ে ভাঙতে চলেছে ভারতীয় ক্রিকেটারের?​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
অন-ডিউটি অবস্থায় চরম সিদ্ধান্ত জওয়ানের! এয়ারপোর্টে মর্মান্তিক ঘটনা​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
বিদেশমন্ত্রক জানাল, এইচ ১বি ভিসা ভারত ও আমেরিকা দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
বিশ্বে গুরুর প্রয়োজন, ভারত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে: ভাগবত​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
চলে গেলেন পোখরানের ‘হিরো’! প্রয়াত ভারতীয় বিজ্ঞানী চিদম্বরম​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
ফুচকা খায়িয়ে ৪০ লক্ষ! বিক্রেতার বাড়িতে এল GST নোটিস​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
অতুল সুভাষ কাণ্ডে নয়া মোড়, জামিন পাচ্ছেন স্ত্রী নিকিতা​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
গঙ্গাসাগর মেলার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা পূর্ব রেলের​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
রবিবার হাতবদল! আটক মৎস্যজীবীদের ফেরাচ্ছে ভারত ও বাংলাদেশ​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
একসঙ্গে ছুটি কাটিয়ে মুম্বই ফিরলেন অভিষেক-ঐশ্বর্য​
শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team