বার্সেলোনা ছাড়ার পরই জল্পনাটা আরও জোরালো হয়েছিল| অবশেষে সেটাই হল| সবকিছু ঠিকঠাক চললে প্যারি সাঁজায় যোগ দিতে চলেছেন লিওনেল মেসি|| নেমার, এমবাপ্পের পাশে এবার দেখা যাবে এল এম টেনকেও|
শোনাযাচ্ছে দু বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন লিও মেসি| যদিও এখনই সরকারীভাবে প্যারি সাঁজার তরফে কিছু জানানো হয়নি| তবে পিএসজির চেয়ারম্যানের দাদা সোশ্যাল সাইটে মেসির প্যারিসে যাওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন|
https://twitter.com/khm_althani/status/1423716154917408771
বার্সেলোনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার পরই মেসিকে নেওয়ার প্রতিযোগিতায় নেমে পড়েছিল পিএসজি সহ ইপিএলের আরও দুই ক্লাব| তবে এগিয়ে ছিল পিএসজিই|
মেসির বাবার সঙ্গেও কথাবার্তা শুরু করে দিয়েছিল তারা| এরপরই মেসিকে প্রস্তাব দিলে নাকি তিনি একবারেই রাজি হয়ে গিয়েছেন প্যারি সাঁজায় যোগ দেওয়ার জন্য| কয়েকদিনের মধ্যেই মেসিকে সকলের সামনে আনবে পিএসজি|
নেমারের পাশে ফের একবার খেলতে নামবেন এল এম টেন|