কলকাতা: পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। লালবাজারের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। জানা যাচ্ছে, ওই ব্যক্তির কাছ থেকে বেশকিছু ভারতীয় পাসপোর্ট এবং নথি উদ্ধার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম দীপঙ্কর দাস।
আরও পড়ুন: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’
ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় ৩৬ টি ভারতীয় পাসপোর্ট, ভিসা-সহ একাধিক ব্যাঙ্কের ভুয়ো অ্যাকাউন্ট। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও করা হল আরও এক ব্যক্তিকে। গতকাল রাতে তাকে বেহালার পর্ণশ্রী থেকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের পুলিশ। ইতিমধ্যেই ঘটনা নিয়ে সন্দেহ ছিল বেআইনিভাবে চলছে পাসপোর্ট জালিয়াতি কাণ্ড। আর খবর সামনে আসার পরেই লালবাজার গোয়েন্দা বিভাগের তরফ থেকে গঠন করা হয় শিট। সেই শিটের পক্ষ থেকে শুরু হয় তদন্ত। এবং তদন্তে নেমে লালবাজার গোয়েন্দা শাখার পক্ষ থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে।
এর আগে পাসপোর্ট জালিয়াতির ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দুজনকে। তাদের কাছ থেকেই তদন্তে পুলিশের সামনে উঠে আসে দীপঙ্কর দাসের নাম। এবং তারপরেই গ্রেফতার করা হয় তাকে। তদন্তে নেমে লালবাজারের পক্ষ থেকে দীপঙ্কর দাসের বাড়িতে তদন্ত করা হয়, এবং সেখান থেকেই উদ্ধার করা হয় একাধিক ভুয়ো নথি-সহ একাদিক জাল পাসপোর্ট।
দেখুন অন্য খবর
The post পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার আরও এক first appeared on KolkataTV.
The post পাসপোর্ট জালিয়াতিতে গ্রেফতার আরও এক appeared first on KolkataTV.