সোশ্যাল মিডিয়ায় কনে সেজে ছবি দিয়ে তার নিচে লেখা রয়েছে, ‘গুডবাই,আইএম ম্যারেইড’। জনপ্রিয় ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র অন্যতম জনপ্রিয় মুখ অনন্যা গুহ। চলতি বছরেই বেশ ভালো নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করেছেন অনন্যা অর্থাৎ ‘কৃষ্ণকলি’র মুন্নি। আর তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি দিয়ে অনন্যার এই চমক। তার সিঁথিতে সিঁদুর,মাথায় ওড়না। মাত্র ১৮ বছর বয়সে তাহলে টেলি অভিনেত্রীর বিয়ে হয়ে গেল? নেটিজেনদের প্রশ্নবানে জর্জরিত অনন্যা। তার ভক্ত আর ফলোয়ার রাত তো অবাক। ছবির সঙ্গে অনন্যা লেখা পড়ে তো যাদের চক্ষু কপালে- ‘গুডবাই,আইএম ম্যারেইড’।
আরও পড়ুন:এক ঝলকে আদিরার দেখা
উৎসুক সকলেই খোঁজ নিয়ে জানতে পারল যে মিষ্টি মেয়ে অনন্যার বিয়ে রিয়েল লাইফে নয়, রিল লাইফে। অনন্যা আসলে নিজেকে নিয়ে অনুরাগীদের সঙ্গে একটু মজা করলো। কৃষ্ণকলি’ সিরিয়ালে অনন্যা রিমঝিম মিত্রের মেয়ে ‘মুন্নি’র চরিত্রে অভিনয় করছেন। একটি ওয়েব সিরিজে খুব শীঘ্রই তাকে এই লুকে দেখা যাবে। তাই মজার ছলে সে রিল লাইফের ছবি রিয়েল বলে চালিয়ে দিচ্ছিল। দুষ্টু-মিষ্টি অনন্যা কিছুদিন আগে মা ইন্দ্রানী গুহর সঙ্গে ‘দিদি নম্বর ওয়ান’ টিভি শোর মঞ্চে এসেছিলেন। সেখানেই মা মেয়ে অনন্যার অনেক গোপন দুষ্টুমির খবর ফাঁস করে দিয়েছেন। কিভাবে অনলাইনে ক্লাস ফাঁকি দেয় সে অথবা শুটিং না থাকলেও সেটে এসে বসে থাকে। মেয়ের এসব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন মা। ছোট্ট মেয়ে অনন্যা নাকি রান্না করতে খুব ভালবাসে, এমনকি ইউটিউব দেখে বিভিন্ন নতুন রেসিপি ট্রাই করে। টিভির পর্দায় আরো নতুন নতুন চরিত্রে সে নিজেকে সাজিয়ে তুলতে চায়।’কৃষ্ণকলি’ ছাড়াও ‘গ্রামের রানি বীণাপাণী’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে অনন্যাকে।