বলিউডের ভাইজান সলমন খানকে (Salman Khan) নিত্যদিন মৃত্যু হুমকি দিয়ে চলেছেন লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) বলিউড (Bollywood) তারকার উপর বেশ কয়েকবার হামলার ছকও কষা হয়েছে। শুধু তাই নয়, পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ড থেকে শুরু করে মহারাষ্ট্রের নেতা বাবা সিদ্দিকিকে খুন করার পরিকল্পনা— বিশ্নোই গ্যাংয়ের নাম উঠে এসেছে একাধিক অপরাধে। বর্তমানে গুজরাতের সবরমতী জেলে বন্দি এই অপরাধচক্রের নেতা। এর আগে দীর্ঘদিন তিহাড় জেলেও বন্দি ছিলেন তিনি। কিন্তু, জেলবন্দি থেকেও লরেন্স বিশ্নোই কীভাবে অপরাধের নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন।
লরেন্স বিশ্নোই জেলে থেকেও নিজের গ্যাংয়ের মাধ্যমে অপরাধ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। ভারতীয় ব্যবসায়ীদের ফোন করে টাকা চাওয়ার ঘটনা এখন সাধারণ হয়ে দাঁড়িয়েছে। এসব কর্মকাণ্ডে তাঁর দলের সদস্যদের নাম জড়াচ্ছে। এতদিন বিদেশের মাটি থেকে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণের খবর শোনা গেলেও, এবার দেশের জেল থেকেই পরিচালিত হচ্ছে একাধিক অপরাধ। বিশ্নোইয়ের প্রভাব এবং কর্মকাণ্ড নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।
আরও পড়ুন: বড়পর্দায় সুপার হিট! তবুও কেন ঘন ঘন পর্দায় দেখা মেলে না শ্রদ্ধার?
মাত্র ৩১ বছর বয়সেই বলিউড তারকাদের ত্রাস হয়ে উঠেছেন লরেন্স বিষ্ণোই। তাঁর অপরাধচক্রে একাধিক কুখ্যাত অপরাধীর নাম যুক্ত। ভয় দেখানো থেকে শুরু করে মৃত্যুর হুমকি— সবকিছুতেই তাঁর দাপট স্পষ্ট। এমনকি, বিষ্ণোইকে নিয়ে ইতিমধ্যেই ইউটিউবে একাধিক গান তৈরি হয়েছে। এই গানগুলো দেখে মনে হয় যেন একজন অপরাধী নয়, বরং তাঁকে তারকার আসনে বসানো হচ্ছে।
লরেন্স বিষ্ণোইকে নিয়ে ইউটিউবে তৈরি হওয়া চটুল গান দেখে চুপ থাকেননি অভিনেত্রী স্বরা ভাস্কর। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সরব স্বরা এবারও জানালেন নিজের ক্ষোভ। তাঁর মতে, ‘‘এই সব মাথামোটারা জানে না কাকে তারকা বানাচ্ছে।’’ যদিও স্বরা প্রায়শই নিজের মন্তব্যের জন্য কটাক্ষের শিকার হন, কিন্তু প্রতিবাদে কখনো পিছু হটেন না তিনি।
বলিউডের জন্য বাড়তি সুরক্ষা
লরেন্স বিষ্ণোইয়ের ক্রমবর্ধমান প্রভাবের কারণে বলিউড তারকাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হয়েছে। বিশেষত সলমন খান তাঁর টাইট শিডিউল নিয়ন্ত্রণে রেখেছেন নিরাপত্তার কারণে। এমনকি, যেকোনো রকমের জনসমাবেশ বা প্রচারণায় অংশ নেওয়ার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করছেন। এই পরিস্থিতিতে, লরেন্স বিষ্ণোইয়ের অপরাধ সাম্রাজ্যের লাগাম টানা এবং তাঁকে ঘিরে গড়ে ওঠা ভ্রান্ত তারকাসংস্কৃতি রুখতে প্রশাসন কতটা সফল হবে, তা সময়ই বলবে।
দেখুন আরও খবর:
The post সলমনের ‘ত্রাস’ লরেন্স বিষ্ণোই! জেলে থেকেও অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন কীভাবে? first appeared on KolkataTV.
The post সলমনের ‘ত্রাস’ লরেন্স বিষ্ণোই! জেলে থেকেও অপরাধ সাম্রাজ্য চালাচ্ছেন কীভাবে? appeared first on KolkataTV.