দার্জিলিং: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও পাহাড়ের কোলে ফিরেছেন। এবার তিনি চিড়িয়াখানায় নামকরণ করলেন একজোড়া নবজাতক প্রাণীর। বুধবার সকালে তিনি দার্জিলিং শহরের রাস্তায় হাঁটতে বেরিয়ে পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে দুই তুষারচিতার শাবকের নামকরণ করেন। মমতা শাবক দুটির নাম দিয়েছেন ‘ডার্লিং’ এবং ‘চার্মিং’। তাঁর এই নামকরণের খবরে উচ্ছ্বসিত পার্ক কর্তৃপক্ষ। তবে এখানেই শেষ নয়, এদিন চিড়িয়াখানার চারটি নতুন রেড পান্ডার শাবকের নামও রেখেছেন মুখ্যমন্ত্রী। তাদের নাম দেওয়া হয়েছে – ‘পাহাড়িয়া’, ‘ভিক্টরি’, ‘ড্রিম’ এবং ‘হিলি’। জানা গিয়েছে, দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে ‘ক্যাপটিভ ব্রিডিং প্রোগ্রামে’র মাধ্যমে গত জুলাই মাসে এই প্রাণীগুলির জন্ম হয়। বর্তমানে এই চিড়িয়াখানায় তুষারচিতার সংখ্যা দাঁড়িয়েছে ১১ এবং রেড পান্ডার সংখ্যা ১৯-এ পৌঁছেছে।
আরও পড়ুন: বিজেপি প্রার্থীর গাড়ি আটকে ‘গো ব্যাক’ স্লোগান, উপনির্বাচনে উত্তেজনা
উল্লেখ্য, পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্ক নামের এই চিড়িয়াখানা দীর্ঘদিন ধরেই বিলুপ্তপ্রায় প্রজাতির সংরক্ষণে বিশেষ অবদান রেখে চলেছে। লাল পান্ডা এবং তুষারচিতার পাশাপাশি, এখানকার হিমালয়ান নেকড়ে, টাকিন, হিমালয়ান নীল ভেড়া এবং হিমালয়ান থর সংরক্ষণ করা হয়। পাশাপাশি, কৃত্রিম প্রজনন প্রোগ্রামের মাধ্যমে অনেক প্রাণীকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছেন এই পার্কের কর্মীরা। তবে দিন মমতার দার্জিলিং সফর শুধুমাত্র চিড়িয়াখানায় সীমাবদ্ধ থাকেনি। সকালে হাঁটার পরে ম্যালের কাছে একটি মার্কেট কমপ্লেক্সে ঘুরে দেখেন তিনি। সেখানকার ছোট দোকানগুলোতে জনসাধারণের সঙ্গে সময় কাটিয়ে তিনি কেনাকাটা করেন এবং ছোটদের হাতে চকলেট দেন।
দেখুন আরও খবর: