কলকাতা: মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni) ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস (CSK)। পাঁচ বছরের বেশি হয়ে গেল তিনি জাতীয় দলে খেলেন না, তাই আনক্যাপড প্লেয়ার হিসেবে মাত্র চার কোটি টাকাতেই ধোনিকে রাখতে পেরেছে চেন্নাই। এই ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন (Kasi Vishwanathan) ধোনিকে নিয়ে বড় খবর দিলেন। সিইও জানালেন, পেশাদার ক্রিকেটের শেষ ম্যাচ চেন্নাইতেই খেলবেন ক্যাপ্টেন কুল।
এক সংবাদমাধ্যমে আম্বাতি রায়ডুর (Ambati Rayudu) সঙ্গে আলাপচারিতায় বিশ্বনাথন বলেন, “মাহি ভাইয়ের কথা তো আপনি জানেন, তিনি সবকিছু নিজের মধ্যে চেপে রাখেন। একদম শেষ মুহূর্তে খোলসা করেন। সিএসকে-র প্রতি তাঁর যে আবেগ আছে, তাঁর যা অনুগামীর সংখ্যা তাতে বলাই যায় তিনি চেন্নাইতেই তাঁর শেষ ম্যাচ খেলবেন। মাহি ভাই নিজেও সাক্ষাৎকারে সে কথা বলেছেন।”
আরও পড়ুন: অক্ষর প্যাটেলকে কেন বল দিলেন না সূর্য? ক্ষোভ প্রাক্তনের
চেন্নাই ফ্র্যাঞ্চাইজির সিইও আরও বলেন, “আমরা আশা করছি তিনি আমাদের হয়ে খেলা চালিয়ে যাবেন। এম এস যতদিন খেলতে চাইবেন, দরজা ততদিন খোলা থাকবে। ওঁকে চিনি, ওঁর যা দায়বদ্ধতা, তাতে অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন।
২০২৫ আইপিএল ধোনির ১৮তম মরসুম হতে চলেছে। গত তিনটি মরসুম ধরে তাঁর অবসরের জল্পনা চলছে। কিন্তু প্রতিবার তাঁকে হলুদ জার্সিতে দেখা গিয়েছে। ২০২৩-এ চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হয়েছিল, এবার প্যাড গ্লাভস তুলে রাখবেন ধোনি। কিন্তু ২০২৪-এর আইপিএলেও খেলেছেন তিনি। ব্যাট হাতে এবং উইকেটের পিছনে দাঁড়িয়ে যা খেলা দেখিয়েছেন, তাতে আরও এক-দুই বছর তাঁকে ক্রিকেট মাঠে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই।
দেখুন অন্য খবর:
The post ধোনিকে নিয়ে বিরাট আপডেট দিলেন সিএসকে-র সিইও! first appeared on KolkataTV.
The post ধোনিকে নিয়ে বিরাট আপডেট দিলেন সিএসকে-র সিইও! appeared first on KolkataTV.