কলকাতা: দুই যুগ পর ঘরের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত (India)। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে সমালোচিত হচ্ছেন কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে চলছে বিষোদগার, ট্রোলিং, মিম। বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) খেলতে অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগের দিন সাংবাদিক বৈঠকে তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন গম্ভীর।
হেড কোচ স্পষ্ট জানালেন, সোশ্যাল মিডিয়ার তাঁর জীবনে কোনও গুরুত্বই নেই। সেই সঙ্গে এও বললেন, হোয়াইটওয়াশ হওয়া সত্ত্বেও কোনও চাপ অনুভব করছেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় তাঁর মুণ্ডপাত নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গম্ভীর বলেন, “আমাকে বলুন, সোশ্যাল মিডিয়ার কোনও গুরুত্ব আছে? আমার জীবনে কিছু তারতম্য করতে পারে? যখন এই কাজটা নিয়েছিলাম, জানতাম যে কঠিন হবে সেই সঙ্গে সম্মানের।”
আরও পড়ুন: তিন গোলে জিতল ম্যান ইউ, অঘটনের হার টটেনহ্যামের
গম্ভীর আরও বলেন, “আমার মনে হয় না আমি কোনও চাপ অনুভব করছি কারণ আমার কাজ হল সম্পূর্ণ সৎ থাকা। ড্রেসিং রুমে কিছু অত্যন্ত বলিষ্ঠ লোকজন আছেন যারা দেশের হয়ে দারুণ দারুণ সাফল্য অর্জন করেছে এবং ভবিষ্যতে করতে থাকবে। তাই তাদের এবং ভারতীয় দলের কোচিং করা অত্যন্ত সম্মানের।”
সোশ্যাল মিডিয়াকে পাত্তা না দিলেও গম্ভীর জানেন, আসন্ন অস্ট্রেলিয়া সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার অঙ্ক কঠিন হয়ে পড়েছে। সিরিজ না জিতলে ফাইনালে ওঠা হবে না। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে আগের দুই সিরিজে জিতলেও এবার কাজ সহজ হবে না।
দেখুন অন্য খবর:
The post সোশ্যাল মিডিয়ার কোনও গুরুত্ব আছে? বিস্ফোরক গম্ভীর first appeared on KolkataTV.
The post সোশ্যাল মিডিয়ার কোনও গুরুত্ব আছে? বিস্ফোরক গম্ভীর appeared first on KolkataTV.