কলকাতা: ‘নবান্ন জ্বালিয়ে দাও’ (Nabbanna) এই উস্কানিমূলক (Provocative comment) মন্তব্যের জেরে সংযুক্তা রায় নামে এক তরুণীর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সেই ঘটনায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলে রক্ষাকবচের আবেদনে হাইকোর্টের (High court) দ্বারস্থ হন সংযুক্তা। তাঁর আবেদন মঞ্জুর করে সংযুক্তাকে রক্ষাকবচ দেয় আদালত।
বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ তদন্তে কোনও বাধা নেই। জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ । তবে জিজ্ঞাসাবাদের ৪৮ ঘণ্টা আগে পুলিশকে নোটিশ দিতে হবে। এই মামলায় রাজ্যের কাছে কেস ডায়েরি তলব করেছে আদালত।
আরও পড়ুন:আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প, কতটা উদ্বেগে বাংলাদেশের ইউনুস সরকার
উল্লেখ্য, ফেসবুকে নবান্ন সম্পর্কে কিছু মন্তব্য করা নিয়ে সংযুক্তা রায় নামে ওই তরুণীর বিরুদ্ধে ট্যাংরা থানায় মামলা দায়ের হয়। তারপরে আদালতের দ্বারস্থ হন সংযুক্তা। সেই মামলায় এই রায় দিল কলকাতা হাইকোর্ট।
দেখুন অন্য খবর: