কলকাতা: মনোমালিন্যের জেরে বাংলা ছেড়ে ত্রিপুরায় চলে গিয়েছিল ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। সেখানেই দুটি মরসুম খেলেছেন। তবে এবার ফের বাংলার হয়ে খেলবেন এবং তিনি জানিয়ে দিয়েছেন, এই মরসুমটাই তাঁর শেষ। এরপর পেশাদার ক্রিকেট খেলাকে বিদায় জানাবেন। ইতিমধ্যেই হয়তো অবসর ঘোষণা করে দিতেন, কিন্তু তাঁকে আরও একটা মরসুম খেলানোর নেপথ্যে দুইজন— তাঁর স্ত্রী এবং সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)।
বিশ্বের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার বলছেন, “বলতে পারেন এই সিদ্ধান্তের সঙ্গে আবেগ জড়িয়ে রয়েছে। এ বছর আমি খেলতাম না। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় এবং আমার স্ত্রী বাংলার হয়ে খেলে অবসর নিতে জোর করলেন। আমি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আর খেলবে না। কিন্তু স্ত্রী এবং সৌরভ যখন জোর করলেন, আমি আর না করতে পারলাম না।”
আরও পড়ুন: অধিনায়কের সঙ্গে তর্ক, রাগে মাঠ ছাড়লেন বোলার
১৩৮টি প্রথম শ্রেণির ম্যাচে সাত হাজারের বেশি রান আছে ঋদ্ধির। ২০০৭ সালে ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক, এই ফর্ম্যাটে ৪০টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন শেষ ম্যাচ। এই সময়ে কত যে অবিশ্বাস্য ক্যাচ ধরেছেন তার ইয়ত্তা নেই। ঋদ্ধির নামই হয়ে গিয়েছিল ‘সুপারম্যান’।
২০২১ সালে নির্বাচকরা যখন তাঁকে ব্রাত্য করলেন, হতাশ হয়ে পড়েননি বাংলার ক্রিকেটার। কারণ ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল ছিল। কিন্তু ইদানীং ক্রিকেট খেলতে আর ভালো লাগছিল না। এবার বাংলার হয়ে একটা শেষ চেষ্টা। ঋদ্ধি বলছেন, “এই মরসুমের পর আমি আর নেই। আশা করি আমরা ফাইনালে উঠতে পারব। যদি না পারি তাহলে ইডেন গার্ডেন্সে শেষ ম্যাচ খেলব।”