আজকাল কে না চায় বেশি বয়সে কম বয়সের মতো দেখাতে? তবে প্রতিদিনের ব্যস্ত জীবনে ত্বকের জন্য আলাদা সময় বের করাটা যেন এক রকম অসম্ভব। তার ওপর চোখের নিচে কালো দাগ হলে তা বয়স আরও বাড়িয়ে দেয়। কিন্তু ভালো খবর হলো, ঘরোয়া কিছু সহজ পদ্ধতি অবলম্বন করলেই এই সমস্যার সমাধান করা সম্ভব। হাতের কাছে থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে আপনি বানিয়ে নিতে পারেন কার্যকরী একটি ফেসপ্যাক, যা ত্বককে রাখবে টানটান ও উজ্জ্বল।
ঘরোয়া ফেসপ্যাকে হয়ে উঠুন প্রাণবন্ত!
এই ফেসপ্যাক বানানো একদম সহজ, আর সময়ও লাগবে কম। লাগবে মাত্র কয়েকটি ঘরোয়া উপাদান: একটি ডিমের সাদা অংশ, ১ চা-চামচ মধু, ১ চা-চামচ লেবুর রস, আধ চা-চামচ অলিভ অয়েল, আধ চা-চামচ অ্যালোভেরা শাঁস, আধ টেবিল চামচ গ্রিন টি, এক চিমটে হলুদ, এবং ১ টেবিল চামচ টক দই। এই সব উপকরণ একত্রে মিশিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তৈরি করুন ফেসপ্যাক। প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি বলে এটি ত্বকের জন্য নিরাপদ ও কার্যকরী।
চোখের নিচে কালো দাগ দূর করতে এই ফেসপ্যাকের বিশেষ একটি উপাদান হল টক দই। এটি ত্বকে ময়েশ্চার যোগায় এবং ত্বককে মসৃণ করে তোলে। প্যাকটি তৈরি করতে উপরের উপকরণগুলো একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিন। এরপর ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন এবং তৈরি প্যাকটি মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট। ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেললে আপনার ত্বক টানটান ও সতেজ দেখাবে।
এই ফেসপ্যাকটি যদি নিয়মিত ব্যবহার করা যায়, তাহলে ত্বকের কালো দাগ ও অন্যান্য সমস্যার সমাধান মিলবে। চোখের নিচের কালো দাগ নিয়েও আর চিন্তা করতে হবে না। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়বে, মসৃণতা ফিরবে, এবং বয়সের ছাপ কমে আসবে। এই সহজ ঘরোয়া ফেসপ্যাক ত্বকের গভীরে পুষ্টি জোগাবে এবং বয়সের ছাপও কমাবে।
ঘরে বসে ত্বকের যত্ন নেওয়ার জন্য এই ঘরোয়া ফেসপ্যাক বেশ কার্যকর। দামও কম, আর সহজলভ্য উপাদানেই পাবেন প্রাকৃতিক উজ্জ্বলতা। ফেসপ্যাক ব্যবহার করতে নিয়মিত অভ্যস্ত হয়ে উঠুন, আর দেখতে থাকুন কীভাবে ত্বক সতেজ ও প্রাণবন্ত হয়ে ওঠে।
দেখুন আরও খবর: