নয়াদিল্লি: ইজরায়েলে (Israel) ফের হামলা চালাল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ (Hezbollah)। সংগঠনটি জানিয়েছে, ইজরায়েলের হাইফা শহরের এরিয়াকম বন্দরে এক স্কোয়াড্রন ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে পরিষ্কার করে দাবি করা হয়েছে, গাজায় ইজরায়েলের হামলায় সেখানকার জনগণের প্রতি সমর্থন জানাতে এই হামলা চালানো হয়েছে। পাশাপাশি, লেবাননের জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করাও এই অভিযানের অন্যতম লক্ষ্য। তারা ইজরায়েল বিরোধী সংগ্রামের অংশ হিসেবে এরিয়াকিম ঘাঁটিতে নিখুঁতভাবে হামলা চালিয়েছে। ইজরায়েলের সেনাবাহিনী এই ড্রোন হামলা ঠেকাতে অসহায়। ইজরায়েলের উত্তরাঞ্চলে মেতুলা ইহুদি বসতিতে গাইডেড মিসাইল হামলাও চালানো হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে। ইজরায়েলের পশ্চিমাঞ্চলে ব্রিগেড কমান্ডের সদর দফতরেও হামলা চালানো হয়েছে। জানা গিয়েছে এই হামলায় সব মিলিয়ে আহত হয়েছে ২১ জন ইজরায়েলি সেনা।
এদিকে, ইজরায়েলকে সমর্থন করতে এবার সরাসরি মধ্যপ্রাচ্যে মাঠে নামল আমেরিকা। মধ্যপ্রাচ্যে আমেরিকার তরফ থেকে দেওয়া হবে ব্যালেস্টিক মিসাইল, অধিক দূরত্বে হামলা চালাতে ব্যবহৃত বি-৫২ যুদ্ধ বিমান-সহ আরও নানান সামরিক অস্ত্র। ইরান একটু এদিক সেদিক করলেই জবাব দেবে আমেরিকা। ইতিপূর্বে ইজরায়েলের মাটিতে আগেই প্রতিরক্ষামূলক মিসাইল থাড মোতায়েন করেছিল আমেরিকা।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ঘনিয়ে উঠল যুদ্ধের কালো মেঘ, সশরীরে যুদ্ধের ময়দানে পা রাখল মার্কিন সেনা
দেখুন অন্য খবর:
The post হিজবুল্লাহর হামলায় জখম ২১ ইজরায়েলি সেনা first appeared on KolkataTV.
The post হিজবুল্লাহর হামলায় জখম ২১ ইজরায়েলি সেনা appeared first on KolkataTV.