কলকাতা: বেশি দেরি করল না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)। গত সোমবার ছাঁটাই হয়েছিলেন কোচ এরিক টেন হাগ (Erik Ten Hag)। শুক্রবারেই নতুন কোচ হিসেবে রুবেন অ্যামোরিমের (Ruben Amorim) নাম ঘোষণা করে দেওয়া হল। পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের (Sporting Lisbon) কোচ অ্যামোরিম। সেখানে নোটিস পিরিয়ড কাটিয়ে ১১ নভেম্বর ম্যান ইউতে যোগ দেবেন তিনি। তাঁর সঙ্গে আপাতত আড়াই বছরের চুক্তি হয়েছে।
স্পোর্টিংকে পর্তুগালের প্রিমিয়েরা লিগায় (Primeira Liga) পরপর দু’বার চ্যাম্পিয়ন করেছেন অ্যামোরিম। এই মুহূর্তে ইউরোপিয়ান ফুটবলে অত্যন্ত সম্মানের সঙ্গে দেখা হয় তাঁকে। ফুটবলার হিসেবেও তাঁর খ্যাতি ছিল। স্পোর্টিংকে ১৯ বছর পর লিগ জেতানোর পর কোচ হিসেবে তুমুল খ্যাতি অর্জন করেছেন। এমনকী পেপ গুয়ার্দিওলা (Pep Guardiola) ম্যান সিটি ছাড়লে অ্যামোরিমকে উত্তরসূরি হিসেবে ভাবা হচ্ছিল। এ মরসুমের গোড়ায় লিভারপুলও তাঁর সঙ্গে যোগাযোগ করে।
আরও পড়ুন: ফের ব্যাটিং বিপর্যয়, ঘিরে ধরছে হোয়াইটওয়াশের আতঙ্ক
Ruben Amorim will join United on Monday 11 November #MUFC
— Manchester United (@ManUtd) November 1, 2024
টেন হাগের বিদায়ের পর অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সহকারী রুড ভ্যান নিস্তেলরুই (Rud Van Nistelrooy)। তাঁর অধীনে একটিই ম্যাচ খেলেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাব। কারাবাও কাপের শেষ ষোলোর সেই ম্যাচে লেস্টার সিটিকে ৫-২ হারিয়েছেন ব্রুনো ফার্নান্ডেজরা। তবে আগামী রবিবার চেলসির বিরুদ্ধে তাঁদের কঠিন পরীক্ষা। চেলসি ম্যাচ ছাড়াও আরও দুটি ম্যাচে কোচের দায়িত্ব সামলাবেন নিস্তেলরুই।
দেখুন অন্য খবর:
The post ম্যান ইউয়ের নতুন কোচ হলেন রুবেন অ্যামোরিম first appeared on KolkataTV.
The post ম্যান ইউয়ের নতুন কোচ হলেন রুবেন অ্যামোরিম appeared first on KolkataTV.