বসিরহাট: রাস্তা সংস্কারের টাকা শাসকদলের নেতাদের পকেটে গিয়েছে। সে কারণেই দু’মাসের মধ্যেই সংস্কার হওয়া রাস্তার অবস্থা বেহাল। উত্তর ২৪ পরগনার বসিরহাটের আমলানি পঞ্চায়েত অফিস থেকে পালপাড়া সুইসগেট পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রায় তিন বছর ধরে এই বেহাল থাকার পর এলাকার মানুষদের সমস্যার কথা মাথায় রেখে পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে গত ২ মাস আগে সেই রাস্তা সংস্কারের কাজ করা হয়।
কিন্তু রাস্তা সংস্কার করার সময় অত্যন্ত নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হয়েছিল। সঠিকভাবে রাস্তায় পিচের আস্তরণ দেওয়া হয়নি। আর এই নিম্নমানের কাঁচামাল দিয়ে রাস্তা তৈরি করার পর দুমাসের মধ্যেই রাস্তার বেহাল দশা। রাস্তার অধিকাংশ জায়গায় পিচের আস্তরণ ও পাথরের খোয়া উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। রাস্তায় মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তার সংস্কারের মোটা অঙ্কের টাকা চলে গিয়েছে শাসকদলের নেতাদের পকেটে। রাস্তা সংস্কারের জন্য যে টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকার বেশিরভাগ অংশই নেতাদের পকেটে চলে যাওয়ায় কিঞ্চিত মাত্র অর্থ রাস্তা সংস্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুন: বিজেপি প্রার্থী যেন বুথে এজেন্ট দিতে না পারেন, হুমকি তৃণমূল সাংসদের
এই রাস্তা দিয়ে প্রতিদিন ছোট-বড় শতাধিক গাড়ি যাতায়াত করে। তিনটি বিদ্যালয়ের শতাধিক পড়ুয়ারা প্রতিদিন যাতায়াত করে। রাস্তার এই বেহাল দশা থাকার ফলে মাঝেমধ্যেই ঘটছে দুর্ঘটনা।
দেখুন আরও অন্যান্য খবর: