নয়াদিল্লি: লেবাননে (Lebanon) ভয়াবহ তাণ্ডব চালিয়ে চলেছে ইজরায়েল (Israel)। হামলা বিস্ফোরণে উত্তপ্ত দক্ষিণাঞ্চল। সোমবার সন্ধে থেকে তেরো দফা হামলার শিকার রাজধানী বেইরুট। হাসপাতাল লক্ষ্য হয়েছে হামলা। মৃত্যু হয়েছে এক শিশুসহ চার জনের। আহত অন্তত ২৪ জন। হতাহতদের মধ্যে সকলেই বেসামরিক বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্যমন্ত্রনালয়।
আরও পড়ুন: ছাত্র আন্দোলনকারীদের রাজাকার বললেন হাসিনা পুত্র
বোমা বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। রাস্তায় দেখা যায় কালো ধোঁয়া। দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন তেল আভিভ। যদিও নিরাপদে সরে যাওয়ার পথও বন্ধ করে রেখেছে ইজরায়েলি বাহিনী। লেবাননে ইজরায়েলে হামলা জোরদার হওয়ার পর ঘরছাড়া ১২ লক্ষ মানুষ। হিজবুল্লার সদস্যদের অঞ্চলটির থেকে বিতাড়িত করা, অভিযানের লক্ষ্য বলে দাবি তেল আভিভের।
দেখুন আরও খবর: