শিলিগুড়ি: উত্তরবঙ্গ মেকিক্যালে (North Bengal Medical College and Hospital) গিয়ে মেলেনি চিকিৎসা পরিষেবা। চিকিৎসক ও ওষুধ না পেয়ে ভাঙচুর চালালেন রোগীদের (Patients Allegedly Vandalised) একাংশ। হাসপাতালের নিরাপত্তাকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যালের আউটডোরে যান রোগীদের একাংশ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে মানসিক রোগের বিভাগের ডাক্তার না থাকার কারণে ওষুধ না পেয়ে বিক্ষোভ দেখায় রোগী ও তাদের পরিবার। এমনকি সুপারের অফিসে ভাঙচুর চালায় তারা। ইতিমধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চলা চিকিৎসকদের আন্দোলনের জেরে রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছে। ৪৮ ঘন্টার কর্মবিরতির জেরে হাসপাতালে নেই চিকিৎসক। রোগীদের অভিযোগ, মনোরোগ বিভাগ , স্নায়ু বিভাগে মিলছে না কোনও পরিষেবা। যার জেরে ওষুধ পাচ্ছে না রোগীরা। তাদের অভিযোগ মঙ্গলবার দীর্ঘক্ষণ তারা বিভাগের সামনে লাইনে দাঁড়িয়ে ছিল কিন্তু ওষুধ না মেলায় সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। পরে সেখানে ভাঙচুর চালানো হয়। ঘটনার পরপরই মেডিকেল ফাড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং ভাংচুরের দায়ে তিনজনকে আটক করে।
আরও পড়ুন: আত্মঘাতী গৃহবধূ, গ্রেফতার পুলিশকর্মী
প্রতি দিন সকাল থেকে শিলিগুড়ি ও শিলিগুড়ি সংলগ্ন এলাকা থেকে রোগীরা ভিড় জমাতে থাকেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। ভোর থেকে হাসপাতালের বহিবিভাগে রোগীদের লম্বা লাইন। অনেকেই মাসের ওষুধ নেওয়ার জন্য লাইন দিচ্ছেন। কিন্তু মিলছে না পরিষেবা ও ওষুধ। এর জেরে রোগীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এই ঘটনা প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার বলেন, চিকিৎসকদের পেনডাউন চলছে , কাজেই ডাক্তার নেই।
অন্য খবর দেখুন