কলকাতা: ইজরায়েলের (Israel) বিরুদ্ধে সামরিক শক্তি প্রদর্শন করেছে ইরান (Iran)। ইরানের সর্বময় নেতা আলি খামিনি (Ali Khamenei) ইজরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের ডাক দিয়েছেন। প্যালেস্তাইনের হামাস গোষ্ঠীর (Hamas) দক্ষিণ ইজরায়েলে হানার প্রথম বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি। খামিনির দাবি, হামাসের আল-আকসা ফ্লাড অপারেশন ইজরায়েলি শাসনকে ৭০ বছর পিছিয়ে দিয়েছে।
এদিকে ইজরায়েলের বিরুদ্ধে বিষোদগার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান (Recep Tayyip Erdogan)। তিনি বলেছেন, ইজরায়েল গাজা উপত্যকায় যে গণহত্যা চালিয়ে আসছে তার মূল চোকাতে হবে খুব শিগগিরই। গাজার নিরীহ অসামরিক নাগরিক বিশেষ করে নারী এবং শিশুদের মৃত্যু আন্তর্জাতিক মানবাধিকারের বড় লঙ্ঘন। এরদোয়ান আরও বলেন, যতক্ষণ না পর্যন্ত গাজায় গণহত্যার জন্য ইজরায়েলকে জবাবদিহি করতে বাধ্য না করা হবে, ততক্ষণ বিশ্বে শান্তি থাকবে না। ইজরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক এবং অর্থনৈতিক লড়াই চালিয়ে যাবেন বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট।
আরও পড়ুন: নোবেল জিতেই AI নিয়ে সতর্ক করলেন তারই ‘গডফাদার’!
দেখুন অন্য খবর: