কলকাতা: চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) মতোই নতুন চেহারায় আজ বুধবার শুরু হচ্ছে উয়েফা ইউরোপা লিগ (UEFA Europa League)। ৩২-এর পরিবর্তে এবার অংশ নিচ্ছে ৩৬টি দল। গ্রুপ পর্যায়ের প্রতিটি দল আটটি করে ম্যাচ খেলবে আটটি আলাদা প্রতিপক্ষের বিরুদ্ধে। চারটি খেলবে ঘরের মাঠে এবং চারটি হবে অ্যাওয়ে ম্যাচ। সেরা ১৬টি দল পৌঁছবে শেষ ষোলোয়, সেখান থেকে চিরাচরিত হোম অ্যাওয়ে সিস্টেমে নক-আউট পর্ব শুরু হবে।
এ বছর ইউরোপা লিগ জয়ে বুকিদের ৫০ শতাংশ বাজিই পড়েছে ইংল্যান্ডের দুই ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) এবং টটেনহ্যামের উপর। এছাড়া ইতালীয় ক্লাব রোমা, অ্যাতলেটিক বিলবাও ফেভারিট হিসেবে নজরে রয়েছে। জোসে মোরিনহোর (Jose Mourinho) জন্যই বেনেরবাচেকে নিয়ে উৎসাহ আছে বুকিদের মধ্যে।
আরও পড়ুন: সব ধরনের ফুটবল থেকে অবসর নিলেন রাফায়েল ভারান
আজ রাতে এফসি টোয়েন্টের বিরুদ্ধে খেলবে ম্যান ইউ। শনিবার ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে আক্রমণের ঝড় তুলেও গোলশূন্য ড্র করেছিল ওল্ড ট্রাফোর্ডের (Old Trafford) ক্লাব। আজ তুলনামুলক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে বেশকিছু বদল আনতে চলেছেন কোচ এরিক টেন হাগ (Erik Ten Hag)। রক্ষণে ফিরতে পারেন হ্যারি ম্যাগুয়ার, মাঝমাঠে ফিরতে পারেন ক্যাসেমিরো। শুরু থেকেই তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন ম্যানুয়েল উগার্ট।
প্রিমিয়ার লিগের ম্যাচে বেঞ্চে ছিলেন মার্কাস র্যাশফোর্ড, আজ লেফট উইংয়ে শুরু করতে পারেন। রাইট উইংয়ে আমাদ দিয়ালোকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে অ্যান্টনিকে। জোশুয়া জার্কজিকে বিশ্রাম দিয়ে স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন সদ্য চোট থেকে ফেরা র্যাসমাস হোয়লুন্ড। ওল্ড ট্রাফোর্ডের মাঠে আজ সহজ জয় আশা করছেন ইউনাইটেড সমর্থকরা।
দেখুন অন্য খবর: