কলকাতা: দ্বিতীয় টি২০তে অস্ট্রেলিয়াকে (Australia) হারিয়ে সিরিজ জমিয়ে দিল ইংল্যান্ড (England)। তিন ম্যাচের সিরিজ এখন ১-১, ফলে রবিবার ম্যাঞ্চেস্টারে তৃতীয় ম্যাচ হয়ে উঠেছে ‘ফাইনাল’। ইংল্যান্ডের জয়ের নায়ক এদিন লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone)। বল করে দুই উইকেট নেওয়ার পর ৪৭ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনিই ম্যান অফ দ্য ম্যাচ।
টসে জিতে বোলিং নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক ফিল সল্ট (Phil Salt)। দুই অজি ওপেনার ট্রাভিস হেড (Travis Head) এবং ম্যাট শর্ট ঝোড়ো শুরু করেন। মিচেল মার্শের অসুস্থতার কারণে এদিন প্রথমবার জাতীয় দলের নেতৃত্ব দিলেন হেড। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান করলেন আইপিএলে নজর কাড়া জেক ফ্রেজার-ম্যাকগার্ক। ৩০ বলে ৫০ করেন তিনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৩ করে অস্ট্রেলিয়া। ৩ ওভারে ১৬ রান দিয়ে দুই উইকেট নেন লিভিংস্টোন।
আরও পড়ুন: জয়ে ফিরতে মরিয়া ম্যান ইউ, চাপে কোচ এরিক
ব্যাট করতে নেমে দ্রুত ওপেনার উইল জাকসকে হারায় ইংল্যান্ড। অন্যদিক থেকে আর এক ওপেনার সল্ট বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন। সঙ্গে ছিলেন লিভিংস্টোন। সল্ট ৩৯ রানে আউট হয়ে যাওয়ার পর চাপে পড়ে ইংলিশরা। এই সময় নায়ক হয়ে উঠলেন তরুণ প্রতিভা জেকব বেথেল। ২৪ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি, অ্যাডাম জ্যাম্পার মতো অভিজ্ঞ স্পিনারকে ধোপার বাড়ি পাঠান।
ম্যাচ জেতার জন্য ইংল্যান্ডের যখন মাত্র ১ রান চাই, সে সময় আবার নাটক। বোল্ড হয়ে যান লিভিংস্টোন। পরের বলে আউট ব্রাইডন কার্স। হাতে আর মাত্র দুই উইকেট, ইংল্যান্ড ড্রেসিংরুমে চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে আদিল রশিদ এসে ঠান্ডা মাথায় সিঙ্গল নিয়ে ম্যাচ জিতিয়ে দেন।