কলকাতা: সন্ধে ৬ টায় নবান্নে বৈঠক বসতে চলেছেন মুখ্যমন্ত্রী-জুনিয়র ডাক্তাররা। বুধবার চিকিৎসকরা জানায় তারা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তাদের দাবি ছিল, প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে রাজি। তবে ২৫ জনকে নবান্নে যাওয়ার অনুমতি দিতে হবে। বুধবার বেলা গড়াতে নবান্নে থেকে মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের চিঠি দিয়ে নবান্নে বৈঠকে বসার জন্য আহ্বান জানান। সন্ধে ৬টায় বৈঠকের জন্য ডাকা হয়েছে ডাক্তারদের। আলোচনায় জন্য প্রতিনিধি দলে ৩০ জন নয়, ১২-১৫ জনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
চিকিৎসকদের কাজে ফিরতে বলে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে জুনিয়র চিকিৎসকদের চিঠি দিলেন মুখ্যসচিব। মুখ্যসচিবের পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ৩২ দিন ধরে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না। সুপ্রিম কোর্ট যে তাঁদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল। চিঠিতে বলা হয়েছে, আইন মান্যকারী হিসেবে সকলের সুপ্রিম কোর্টের নির্দেশ মান্যকরে কাজে ফেলা।
আরও পড়ুন: অগ্নিমিত্রাকে গো ব্যাক স্লোগান জুনিয়র ডাক্তারদের
উল্লেখ্য ৫ দফার দাবি সহ স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, স্বাস্থ্যসচিবের অপসারণ চেয়ে মঙ্গলবার স্বাস্থ্য ভবনে অবস্থানে বসেছেন আন্দোলনরত ডুনিয়র চিকিৎসকরা। গতকাল আলোচনায় বলা জন্য স্বাস্থ্যসচিব চিঠি দিয়ে নবান্নে বৈঠকের জন্য আহ্বান জানান। দীর্ঘক্ষণ চিকিৎসকদের জন্য মুখ্যমন্ত্রী নবান্নে অপেক্ষায় ছিলেন। স্বাস্থ্যসচিবেরক চিঠিতে অপমানিত হওয়ায় তারা নবান্নে যায়নি। স্বাস্থ্যসচিবের চিঠিতে বরফ না গলায় বুধবার মুখ্যসচিব চিঠি দিলেন জুনিয়র চিকিৎসকদের। চিঠির আবেদনে সাড়া দিয়ে সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চলেছেন ডাক্তাররা।
দেখুন ভিডিও