নয়াদিল্লি: উপাচার্য পদের জন্য আবেদনকারীর পরিচিত দুই ‘বিশেষজ্ঞ’ নির্বাচন কমিটিতে থাকতে পারবেন না। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) রাজ্য বনাম রাজ্যপাল মামলা চলছে। তার মধ্যেই সততার নজির রাখলেন এক আবেদনaকারী। তিনি নিজেই জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিটির দু’জন তাঁর পরিচিত, ফলে তাঁর নিয়োগ নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে পারে।
শীর্ষ আদালতে বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়াঁ (Justice Ujjal Bhuyan) নির্দেশ দিলেন, ওই আবেদনকারীর ক্ষেত্রে তাঁর পরিচিত দুই বিশেষজ্ঞ নির্বাচন কমিটিতে থাকবেন না। আবেদনকারীর নাম ডঃ ইন্দ্রজিৎ লাহিড়ি (Dr. Indrajit Lahiri)। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ডঃ লাহিড়ি নিজেই সবকিছু জানিয়ে দিয়েছেন, কাজেই তাঁর আবেদন নিয়ে কোনও বিরূপ পদক্ষেপ নেওয়া হবে না।
আরও পড়ুন: মেদিনীপুর মেডিক্যালে ব়্যাগিংয়ের অভিযোগ
প্রসঙ্গত, উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিবাদের মীমাংসা করতে এক সার্চ-কাম-সিলেকশন কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু রাজ্য সরকারের অভিযোগ, রাজ্যপাল কিংবা ইউজিসি, কেউই তাদের মনোনয়ন দেয়নি। ফলে ফের সমস্যায় পড়ে আদালত।
এ বছর এপ্রিল মাসে রাজ্য জানায়, তাদের প্রস্তাবিত ছয় উপাচার্যের নিয়োগে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। বাকি শূন্যপদের জন্য শীর্ষ আদালত রাজ্যকেই তার প্রস্তাবিত তালিকা দিতে বলে। সেই সঙ্গে আদালত এও জানায়, যদি দুই পক্ষ নির্বিরোধে উপাচার্য নিয়োগে ব্যর্থ হয়, তবেই সে কাজ হাতে নেবে তারা।
দেখুন অন্য খবর: