নয়াদিল্লি: জীবন এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে প্রত্যাহার হোক জিএসটি (GST), নির্মলা সীতারামনকে (Nirmala Sitharaman) চিঠি লিখে আর্জি নীতিন গড়করির (Nitin Gadkari)। গড়করি মহারাষ্ট্রের নাগপুরের বিজেপি সাংসদ। সেখানকার এলআইসি কর্মী সংগঠন তাঁকে স্মারকলিপি দিয়েছিল। উল্লেখ্য, বর্তমান কর কাঠামোয় জীবন বিমা ও স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে ১৮ শতাংশ কর দিতে হয়। তা প্রত্যাহারের আর্জি জানানো হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে।
চিঠিতে গড়করি লিখেছেন, জীবন ও স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি একদিকে বিমা ক্ষেত্রকে সঙ্কুচিত করছে। প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছে। জীবন ও স্বাস্থ্য বিমা দুটি ক্ষেত্রই স্পর্শকাতর। এই দুটি কর কাঠামোর পুনর্গঠনের বিষয়টি বিবেচনার আর্জি জানিয়েছেন গড়করি। নরেন্দ্র মোদি জমানাতেই এক দেশ এক কর ব্যবস্থা চালু হয়েছিল। প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির হাত ধরে সূচনা হয়েছিল জিএসটির। তৈরি হয় জিএসটি কর কাউন্সিলও।
আরও পড়ুন: বিধানসভায় ফিরহাদকে বয়কট বিজেপির
আরও খবর দেখুন