ডোমকল: রাস্তা ঘেরাকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি মুর্শিদাবাদে। বুধবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের জিৎপুর নতুনপাড়া এলাকায়। জানা গিয়েছে, রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম-কংগ্রেস জোট এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনায় ঘটে বলে অভিযোগ।
যদিও জোট কর্মীদের দাবি, তাঁরাও তৃণমূল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। বোমাবজির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, গত দীর্ঘ কয়েক বছর ধরে চলাচলের রাস্তা হঠাৎ ঘিরে দেয়। তারপরেই ঘটে অশান্তির ঘটনা। চলে দু’পক্ষের মধ্যে বোমাবাজি চলে। স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিনের চলাচলের রাস্তা হঠাৎ ঘিরে দেয় তৃণমূলের একাংশ। পরবর্তীতে মাঠে যাওয়ার আরও একটি রাস্তা জোট কর্মীরাও ঘিরে দেন বলে অভিয়োগ। তাতেই শুরু হয় দু’পক্ষের মধ্যে বচসা। পরিস্থিতির ঠান্ডা করতে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: ১ বছরে দেশে ৩০ লক্ষ কুকুরের কামোড়ে মৃত্যু ২৮৬ জনের, তথ্য কেন্দ্রের
দেখুন আরও অন্যান্য় খবর: