কলকাতা: পেগাসাস-এর (Pegasus) মতো স্পাইওয়্যারের (Spyware) আক্রমণ নিয়ে ভারত সহ অন্তত ৯৮টি দেশের আইফোন (iPhone) ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল (Apple) সংস্থা। সতর্ক করে অ্যাপল জানিয়েছে, তারা জানতে পেরেছে, অ্যাপল আইডির সঙ্গে সম্পর্কযুক্ত আইফোনে আড়ি পেতেছে এক ভাড়াটে স্পাইওয়্যার সংস্থা। আপনার কী পরিচয় এবং আপনি কী করেন, তার উপর নির্ভরে করেই নিশানা করা হচ্ছে।
অ্যাপল আরও জানিয়েছে, কবে কখন এই আক্রমণ হবে তা কোনওভাবেই নিশ্চিত করে বলা সম্ভব নয়, তাই সতর্ক থাকতে বলা হল, এবং এই সতর্কতাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে বলা হয়েছে।
আরও পড়ুন: কৃত্রিম মঙ্গলগ্রহে ৩৭৮ দিন কাটিয়ে এলেন চারজন!
গত বছর অক্টোবর মাসে এই বহুজাতিক সংস্থা ভারতের (India) আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছিল। এ বছর এপ্রিলেও ভারত সহ ৯২ দেশের আইফোন ইউজারদের নোটিফিকেশন পাঠিয়ে অ্যাপল জানিয়েছিল, ইজরায়েলের সাইবার প্রযুক্তি সংস্থা এনএসও গ্রুপের তৈরি পেগাসাসের মতোই অন্য এক স্পাইওয়্যারের মাধ্যমে তাদের নিশানা করা হয়েছে।
২০২১ সাল থেকে বছরে একাধিকবার স্পাইওয়্যার আক্রমণের সতর্কতা জারি করেছে অ্যাপল সংস্থা। সম্প্রতি ভারত সরকারও (Government of India) এদেশের আইফোন ব্যবহারকারীদের তাদের ডিভাইসের সাইবার আক্রমণে আক্রান্ত হওয়া নিয়ে সতর্ক করেছিল।
দেখুন অন্য খবর: