কলকাতা: এক বছরের বেশি সময় ধরে বন্ধ স্কুল৷ অনলাইনে চলছে ক্লাস৷ তবে এবার স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা শুরু করছে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পুজোর পর স্কুল খোলার চিন্তাভাবনা রয়েছে৷ একদিন অন্তর স্কুল খুলতে পারে৷’
আরও পড়ুন: বধির কেন্দ্র, রাজ্যের ভ্যাকসিন আকাল নিয়ে ক্ষুব্ধ মমতার চিঠি প্রধানমন্ত্রীকে
দ্বিতীয় সংক্রমণের ঢেউ কমতেই স্কুল খোলার পথে হেঁটেছে একাধিক রাজ্য৷ পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ ৯০০-র নীচে৷ কিন্তু এখনই ঝুঁকি নিয়ে স্কুল খোলার পক্ষপাতি নয় নবান্ন৷ বরং অক্টোবরে উৎসবের মরশুম মিটে গেলে স্কুল খোলার সবুজ সঙ্কেত দিতে পারে সরকার৷ তেমনটাই জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: প্রথম সারির করোনা যোদ্ধাদের কেন দেওয়া হয়নি ক্ষতিপূরণ রাজ্য সরকারের কাছে প্রশ্ন আদালতের
কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বৈঠকে ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়৷ বৈঠকের পর দু’জনেই সাংবাদিকদের মুখোমুখি হন৷ সেখানে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কাছে স্কুল-কলেজ খোলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷ নোবেলজয়ী বলেন, ‘স্কুল-কলেজ খোলা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার৷’ এর পর বিষয়টি নিয়ে আরও বিস্তারিত বলার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন তিনি৷ তখন মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর পর স্কুল খোলার কথা জানান৷