কলকাতা: মাধ্যমিকে (Madhyamik) প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন চিকিৎসক হতে চায়। সে ডাক্তার হতে চায়। তাই বিজ্ঞান নিয়ে পঠন পাঠন করবে সে। তার কথায়, প্রথম হতে পেরে খুব ভালো লাগছে। মেডিক্যালে পঠন পাঠন করার ইচ্ছে। ইতিমধ্যে পঠন পাঠন শুরু হয়ে গিয়েছে। বাবা-মাও এটাই চায়। আমি যেটা চায় সেটাতেই তাঁরা সহযোগিতা করেন। অবসরে আবৃত্তি চর্চা করে চন্দ্রচূড়। দ্বিতীয় স্থানাধিকারী সাম্যপ্রিয় ডাক্তার হতে চায়। তার প্রিয় বিষয় ফিজিক্স, কেমিস্ট্রি। পঠন পাঠন শুরু করে দিয়েছে সে। রাত জেগে পড়ত। তবে নির্দিষ্ট সময় ছিল না।
সকাল ১০টায় স্কুলগুলির মার্কশিট পাওয়ার কথা বিভিন্ন ক্যাম্প অফিস থেকে। ওয়েবসাইটে রোল নম্বর, জন্ম তারিখ দিয়ে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। পরীক্ষা শুরু হয়েছিল এবছর ২ ফেব্রুয়ারি থেকে। তা চলেছিল ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৬৭৫টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। নিজের স্কুল থেকে মাধ্যমিকের মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। উল্লেখ্য, ২০২৩ সালে মাধ্যমিকে পাশের হার ছিল ৮৬.১৫ শতাংশ।