বহরমপুর: কংগ্রেসের গড় বহরমপুরে (Berhampore) দাঁড়িয়ে তৃণমূলকে (TMC) কড়া আক্রমণ শানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। রবিবার বহরমপুর লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন তিনি। সেখান থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দেন। বড়ঞা বিপ্রশেখর অঞ্চলের জালিবাগান মাঠে নাড্ডা ভাষণ দেন।
নাড্ডা সেখানে ভাষণে বলেন, রবীন্দ্রসঙ্গীতের বদেল বাংলায় এখন বোমা, বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে। শেখ শাহজাহানকে আড়াল করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। সেখানে যেভাবে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা হয়েছে তার নিন্দা করছি। বাংলাকে কোন পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন দিদি?
আরও পড়ুন: টাকা দেওয়ার পরও অর্ডার করা খাবার আসেনি, ক্ষতিপূরণের নির্দেশ
এদিন জেপি নাড্ডা সিএএ প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি বলেন, অনুপ্রবেশকারীরা মমতা দিদির কে হন? কেন আপনি এদের প্রতি এত সদয়? এই তোষণের রাজনীতিরই আমরা বিরোধিতা করি। বক্তব্যের শেষে তাঁকে জয় বাংলা বলতেও শোনা যায়। এরপর এদিন তাঁর সভা রয়েছে নদিয়ার বগুলার আইটিআই কলেজ মাঠে।
আরও খবর দেখুন