রানাঘাট: ভোট আবহে এবার বামেদের (Left) দলীয় কার্যালয় (Party Office) ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল তাহেরপুরে (Taherpur)। সূত্রের খবর, তাহেরপুর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক দলীয় কর্মীর বাড়িতে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তাহেরপুর সিপিএম।
অভিযোগ, শনিবার রাতে সেই অস্থায়ী পার্টি অফিসেই হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, পার্টি অফিসে ভাঙচুর চালানোর পাশাপাশি দুষ্কৃতীরা দলীয় পতাকা, ফেস্টুন আগুন দিয়ে পুড়িয়ে দেয়। রবিবার সকালে বিষয়টি সামনে আসার পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। তাহেরপুর সিপিএম নেতৃত্বের দাবি, এই হামলার পিছনে তৃণমূল কংগ্রেসের হাত রয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
আরও পড়ুন: গোষ্ঠীদ্বন্দ্ব, বাগুইআটিতে তৃণমূল কর্মী খুন
আরও খবর দেখুন