বহরমপুর: সিপিএম প্রার্থীকে (CPM Candidate) জেতাতে কংগ্রেস কর্মীদের জীবন দেওয়ার ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। শনিবার ডোমকেল সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের (Md Selim) সমর্থনে জনসভা ছিল। ডোমকলের দেশকল্যাণ সঙ্ঘের মাঠের সভায় অধীর বলেন, মহম্মদ সেলিমকে জেতাতে কংগ্রেস কর্মীদের কর্তব্যে যেন কোনও খামতি না থাকে। দরকারে জান দিয়ে হলেও সেলিম ভাইকে জেতাতে হবে। আমিই সেলিমভাইকে বলেছিলাম মুর্শিদাবাদে দাঁড়ান। মুর্শিদাবাদ জেলা আমরা দখল করে নিয়েছি। তিনে তিন তৃণমূলকে কবর দিন।
এই সভায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। অধীর এদিন আরও বলেন, পঞ্চায়েতে তৃণমূল ভোট লুট করে জিতেছিল। কিন্তু ঘুঘু বারবার ধান খেয়ে যেতে পারবে না। এবার কোনও বুথে তৃণমূলকে ভোট লুঠ করতে দেব না। আপনারা সেলিমকে জেতান। তারপরে সেলিমের সংসদে যা ভূমিকা হবে দেখলে আপনাদের গর্ব হবে। অনুষ্ঠানে ছিলেন সিপিএম প্রার্থী তথা সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, সিপিএমের জেলা সম্পাদক জামির মোল্লা, প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান।
আরও পড়ুন: থানা ঘেরাও করে বিক্ষোভ চা বাগানের শ্রমিকদের
আরও খবর দেখুন