তমলুক: যারা খুন করেছে তাদের দালাল হিসেবে গোপাল পাঁঠা কাজ করেছে। গোপাল পাঁঠাকে উচিত শিক্ষা দেব আমি, আমি চ্যালেঞ্জ করলাম ওর দিন শেষ, ময়না থানার পূর্বতন ওসিকে (OC) কড়া ভাষায় আক্রমণ প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভার বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
ময়নার গোড়ামহল গ্রামে বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় শনিবার বিজেপির ডাকে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় কার্যত ময়নার পূর্বতন ওসিকে তীব্র ভাষায় আক্রমণ করেন প্রাক্তন বিচারপতি। ময়নার আগের ওসি যিনি ছিলেন তার নাম গোপাল পাঠক। বর্তমানে তিনি ভূপতিনগর থানায় পোস্টিং রয়েছেন। এবার তাঁকেই আক্রমণ করে বসলেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, যখন দেহ উদ্ধার হয় তখন বর্তমান ভূপতি নগর থানার ওসি কেন ময়নায় উপস্থিত ছিলেন? তিনি কেন মৃতদেহ ছুঁয়েছিলেন, ভয় দেখিয়েছিলেন লাঠিচার্জের, এ সমস্ত প্রশ্নের উত্তর তাঁকে আদালতে দিতে হবে। যারা খুন করেছে তাদের দালাল হিসেবে গোপাল পাঁঠা কাজ করেছেন। গোপাল পাঁঠাকে উপযুক্ত শাস্তি দেব আমি। ওসি গোপাল পাঠকের দিন শেষ। ওকে আমি চ্যালেঞ্জ করলাম।
আরও পড়ুন: বাম ছাত্র যুবদের মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি
আরও খবর দেখুন