আসানসোল: সন্দেশখালিতে (Sandeshkhali) এনএসজির (NSG) আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার আসানসোলের কুলটির জনসভায় মমতা বলেন, কেন চকোলেট বোমা ফাটলেও সিবিআই, এনএসজির দরকার পড়ে? যেন যুদ্ধ হচ্ছে? পুলিশকে জানানো হয়নি। কেউ জানে না কোথা থেকে কী পাওয়া গিয়েছে। হয়তো আগে থেকে নিজেরাই ওখানে রেখে এসেছে।
ওই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, কেন্দ্রীয় সরকার সিএএ চালু করেছে, এনআরসি করতে চায়। আমরা এনআরসি করতে দেব না। বিজেপির মতো জুমলাবাজ পার্টি দেখিনি। ওঁরা দেশ বিক্রি করে দিচ্ছেন। ভারতে পেনশনের সুবিধা শুধুমাত্র বাংলায়। বাংলার প্রাপ্য ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা দেয়নি কেন্দ্র। বিজেপির কেন্দ্র সরকার দেশভাগ করতে চায়। বিজেপি ভোট নিয়ে সব বিক্রি করে দিচ্ছে। কেন্দ্র ৬ লক্ষ ৮০ হাজার কোটি টাকা কেটে নিচ্ছে। মোদি দেশহিতে কোনও কাজ করেন না। মোদি বলেছিলেন সবার অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেবেন। আসানসোলের বিজেপি প্রার্থীকে বলুন ১৫ লক্ষ করে দিন। চুপি চুপি জীবনদায়ী ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে। প্রধানমন্ত্রী মিথ্যাচার করেন।
আরও পড়ুন: শাহজাহান ঘনিষ্ঠ আরও এক তৃণমূল নেতাকে জেরা ইডির
আরও খবর দেখুন