ব্যারাকপুর: ভাটপাড়ায় (Bhatpara) আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং (Arjun Singh)। মঙ্গলবার ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তাঁর ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় এসে মারধর করার অভিযোগ ওঠে। অভিযোগের তির আর এক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে। বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন অর্জুন সিং। সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সঞ্জয় সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয় অর্জুন সিং বলেন, সত্যেন রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী। আক্রান্ত হয়েছে শুনেই তার পরিবারের সঙ্গে এবং তাঁর সঙ্গে আমি দেখা করতে এসেছি।
সত্যেন রায় বলেন যে দল আমাকে কোনও সম্মান দেয়নি সেই দলের সঙ্গে আমি কোন মতেই থাকতে পারব না। তাই আগামীকাল আমি ভারতে জনতা পার্টি যোগদান করছি।
আরও পড়ুন: কোয়ান্টাম কম্পিউটিং-এর উৎকর্ষ কেন্দ্র চালু আইইএম-এর
সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে ভাটপাড়া পুরসভার প্রধান তথা ভাটপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন, দলের কাছে আগের থেকেই খবর ছিল সত্যেন রায় বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে তাই নির্বাচনের কোনও কমিটিতেই তাকে রাখা হয়নি।
আরও খবর দেখুন