বর্ধমান: চাকরি যাওয়া লোকগুলোর কাছ থেকে যারা টাকা নিয়েছিলেন, সেই টাকাগুলো ফেরত দিয়ে দিন। তা না হলে ওদেরকে সঙ্গে নিয়ে সেই নেতার বাড়ির সামনে যাব আমরা। কলার ধরে বাড়ি থেকে বার করে চৌরাস্তায় দাঁড় করাব। এমনটাই বললেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বুধবার বর্ধমানের শাঁখাড়ি পুকুর এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়ে চা চক্রের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করলেন।
দিলীপ ঘোষ এদিন তৃণমূল নেত্রীকে নিশানা করে বলেন, ওনার ভাষা তো আমরা মুখস্থ করেছি, উনি আমাদের টিচার। কী করে ভদ্রলোককে অপমান করতে হয়, কী করে বড় নেতাদের নাম নিয়ে তাদের পরিবার নিয়ে বলতে হয় সেটা তো উনি শিখিয়েছেন। ওনার থেকে ভালো টিচার কোথায় আছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে কলুষিত করেছেন উনি, বাঙালিকে বদনাম করেছেন উনি বিরোধীদের কী করে কেস দিতে হয়, মারতে হয়, ভয় দেখাতে হয় সেই ট্রেনিং উনি দিয়েছেন। দিলীপ ঘোষ ওনার ভাষাতে ওনাকে উত্তর দেবে।
আরও পড়ুন: শিক্ষক ঘাটতি হলে বিজেপি, আরএসএস পড়াতে রাজি আছে, বললেন দিলীপ
দিলীপ বলেন, বাংলা সরকার চাকরি বিক্রি করছে, চাকরির সঙ্গে চাল বিক্রি করেছে ওরা, ত্রাণের কম্বল বিক্রি করেছে, ডাল বিক্রি করেছে এবং ১০০ দিনের কাজের টাকা থেকে আরম্ভ করে সব ধরনের গাছ বিক্রি করেছে, এখন শিক্ষা দফতরে চাকরি বিক্রি করল। উনি দেন না, উনি বিক্রি করেন। নিজেরা সব বিক্রি করে দিয়েছে। চাকরি যদি দিয়ে থাকেন নরেন্দ্র মোদি, ভাত, ডাল, চাল মোদি দিয়েছেন। উনি কিছু না দিয়ে লোকের কাছ থেকে কেড়ে নিয়েছেন। ভুল হয়েছে, চুরি করেছে, ভুল সংশোধন করে কতবার । বাচ্চারা ভুল করে, ৭০, ৭৫ বছরে এক মহিলা তিনি কি করে বলতে পারেন ভুল হয়েছে। সারা জীবন ভুল করলেন , জীবনের ঠিক তো করুন কিছু,তার পার্টির লক্ষ, লক্ষ লোক ভুল করছে । কোটি কোটি টাকা রোজগার করেছে , ধরা পড়ে গেলে ভুল।
দেব প্রসঙ্গে তিনি বলেন, ঠেলায় পড়লে বিড়াল গাছে ওঠে। এখন ইলেকশনে এসেছে, সারা দেশ জুড়ে জয় শ্রীরাম, রাম মন্দির হয়ে গেছে, লোক রামের নামে ভোট দিচ্ছে এখন সমস্ত ফেক ধার্মিক হয়ে গেছে। এখন জয় শ্রীরাম বলছেন জয় শ্রীরাম বলে জড়িয়ে ধরছেন। এর আগের ইলেকশনে জয় শ্রীরাম বলায় জেলে পাঠিয়েছিলেন কেন মমতা ব্যানার্জি। তার জন্য ক্ষমা চেয়ে নিন। জয় শ্রী রাম যারা বলেছিল তাদেরকে আমি জেলে পাঠিয়েছিলাম তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। অপরাধ স্বীকার করুন। কত ভুল করবেন আর। এসএসসির বিষয় নিয়ে বলেন, সুপ্রিম কোর্ট ,হাইকোর্ট, নির্বাচন কমিশন, গভর্নর করতে করতে ভোট পার হয়ে যাবে। মানুষ ভোট দিয়ে ওদের পার্মানেন্ট বিদায় করে দেবে।
আরও খবর দেখুন