সোনারপুর: খাদ্য দফতরে (Food Department) চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা ঘটনায় গ্রেফতার ২। জানা গিয়েছে, খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে এক মহিলার কাছ থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করল নরেন্দ্রপুর (Narendrapur) থানার পুলিশ। অভিযুক্তদের নাম শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরণ হালদার। ধৃতদের বুধবার বারুইপুর মহাকুমা আদালতে পেশ করা হবে। ধৃতদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।
আরও পড়ুন: ২০১৭ সালের টেট পরীক্ষার প্রশ্নে ভুল, বিশেযজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
পুলিশ সূত্রে খবর,সরকারি নথি জাল করে খাদ্য দফতরে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে দুই অভিযুক্তের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার শম্ভুনাথ মিস্ত্রি এবং সমীরন হালদার। শম্ভুনাথের বাড়ি হারউড পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এবং সমীরনের বাড়ি কল্পিতে। দুজনেই এই কাজের মাস্টারমাইন্ড বলে খবর। তবে এই চক্রে আরও অনেকেই জড়িত আছে বলে মনে করছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়ে তদন্ত করছে পুলিশ। নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে খাদ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে ৮ লক্ষ টাকা নেওয়া হয়। সরকারি নথি জাল করে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র এবং জাল অর্ডার কপি দেওয়া হয়। বিষয়টি বুঝতে পেরে তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ঘটনার তদন্ত নেমেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্য খবর দেখুন