কলকাতা: রামকৃষ্ণ মঠ (Ramakrishna Math) ও রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) ষোড়শ অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের প্রয়াণের পর সপ্তদশ অধ্যক্ষ বা প্রেসিডেন্ট মহারাজ-পদে নির্বাচিত হলেন স্বামী গৌতমানন্দ মহারাজ (Swami Gautamanandaji Maharaj)।
মঠ ও মিশনের নিয়মানুযায়ী, গণতান্ত্রিক পদ্ধতিতে স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন অধ্যক্ষের নেতৃত্বে কাজকর্ম পরিচালিত হয়। সেইমতো মঠের পরিষদীয় বৈঠকে স্বামী গৌতমানন্দের নাম অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে চূড়ান্ত হয়েছিল। স্মরণানন্দের প্রয়াণের পর থেকে তিনি অন্তর্বর্তীকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্বে ছিলেন। এবার স্থায়ী অধ্যক্ষপদে নির্বাচিত হলেন মহারাজ।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব-৪৯)
উল্লেখ্য, স্বামী স্মরণানন্দ মহারাজ রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ ছিলেন। গত ২৬ মার্চ ৯৫ বছর বয়সে প্রয়াত হন তিনি। স্বামী আত্মস্থানন্দের জীবনাবসানের পরে ২০১৭ সালের ১৭ জুলাই অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ৭ এপ্রিল বেলুড় মঠে তাঁর স্মরণে ভাণ্ডারা অনুষ্ঠিত হয়। প্রায় লক্ষ ভক্ত সেদিন এতে অংশ নিয়েছিলেন। সেদিন সারাদিন ধরে মহারাজের স্মৃতিতর্পণ করা হয়।
দেখুন ভিডিয়ো