হাওড়া: সাতসকালে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ যুবকের। সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালি ব্রিজে (Bally Bridge)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গায় (Ganga) নিখোঁজ যুবকের নাম অজিত সাউ। বাড়ি আমহার্স্ট স্ট্রিট এলাকায়। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, বাইক করে এসেছিলেন যুবক। ব্রিজের উপর বাইক দাঁড় করিয়ে বসেছিলেন। তারপর আচমকাই রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেন ওই যুবক।
আরও পড়ুন: ওষুধের গুদামে ভয়াবহ আগুন
স্থানীয়দের তরফে জানা যাচ্ছে, সকালে প্রতিদিনই প্রাতঃভ্রমণকারীদের ভিড় থাকে বালি ব্রিজের উপর। ওই যুবককে বাইকের উপর বসে থাকতে দেখে সন্দেহ হয়নি। প্রাতভ্রমণকারী ভেবে ছিলেন এই যুবক প্রাতঃভ্রমণে এসেছে। একপ্রতক্ষ্যদর্শী জানান, তাঁকে বেশ উদাসীন মনমরা মনে হচ্ছি। আচমকাই বাইকের উপর উঠে গঙ্গায় ঝাঁপ মারেন ওই যুবক। ঘটনা দেখে হতবাক হয়ে যান সেখানে উপস্থিত প্রাতর্ভ্রমণকারীরা। স্থানীয়রাই খবর দেন পুলিশে। বালি থানার তরফ থেকে খবর দেওয়া হয় দক্ষিণেশ্বর থানা (Dakshineswar police station) এবং রিভার ট্রাফিক পুলিশকে। পুলিশ সূত্রে খবর, গঙ্গায় ঝাঁপ দেওয়া যুবকের নাম অজিত সাউ। ৩২ বছর বয়সি অজিত থাকেন আমর্হাস্ট স্ট্রিটে। বন্ধু রতনের কাছ থেকে বাইকটি চেয়ে এনেছিলেন অজিত। ইতিমধ্যেই যুবকের খোঁজে গঙ্গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। পাশাপাশি মৃতের বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করেছে পুলিশ।
অন্য খবর দেখুন