কলকাত: সন্দেশখালির (Sandeshkhali) শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) চোখে জল। মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালত থেকে যখন প্রিজন ভ্যানে তোলা হয়, তখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। স্ত্রী, ছেলেমেয়েদের দেখে কেঁদে দেন শাহজাহান। পরিবারের সদস্যরাও কেঁদে ওঠেন। শাহজাহানকে হাতের চেটো দিয়ে চোখের জল মুছতে দেখা যায়। আদালত তাঁকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।
এদিন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর এবং শিবপ্রসাদ হাজরাকেও আদালতে হাজির করানো হয়েছিল। তাদেরও ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত। তাঁর আর এক ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে মঙ্গলবার সিবিআই লুকআউট নোটিস জারি করেছে। তাকে অনেকবার তলবি নোটিস পাঠিয়েছিল সিবিআই। কিন্তু সে সাড়া দেয়নি। শেষে এদিন তার বিরুদ্ধে লুক আউট নোটিস ছেড়েছে সিবিআই।
আরও পড়ুন: বহরমপুরের ভোট পিছিয়ে দিতে বলব নির্বাচন কমিশনকে, মন্তব্য আদালতের
গত ৫ জানুয়ারি সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়ি গিয়েছিল ইডির দল। কিন্তু গ্রামের লোকজন ইডির অফিসারদের তাড়া করে, মারধর করে। অভিযোগ, শাহজাহান তখন বাড়িতে ছিলেন। তাঁর পরামর্শেই অনুগামীরা ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর উপর চড়াও হয়েছিল। তারপর শাহজাহান বেপাত্তা হয়ে যান। ৫৫ দিন পর সন্দেশখালি থেকেই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ততদিনে সন্দেশখালির ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে দিয়েছে আদালত। পরবর্তীকালে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেয় পুলিশ। প্রথম যেদিন তাঁকে আদালতে তোলা হয়, দেখে মনে হচ্ছিল তিনি যেন মস্ত ভিআইপি। তাঁকে রাজ্য পুলিশ ভিআইপির মতোই মর্যাদা দিয়েছিল।
দেখুন ভিডিও