কলকাতা: হাওড়া স্টেশনে (Howrah Station) যাত্রী বিক্ষোভ। জনশতাব্দী এক্সপ্রেস (Janshatabdi Express) সময়ে না ছাড়ায় যাত্রীরা বিক্ষোভ দেখান। বিক্ষোভের জেরে উত্তেজনা তৈরি হয় হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে (Howrah Station New Complex)। যার জেরে মঙ্গলবার সাতসকালে হাওড়া স্টেশনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ক্ষুব্ধ যাত্রীরা নিউ কমপ্লেক্সেরের অনুসন্ধান অফিস ভাঙচুর করে বলে অভিযোগ।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতির রায়কে হাতিয়ার করে নির্বাচনী প্রচারে সৃজন
বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেসের হাওড়া থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০মিনিটে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেনের দেখা নেই। অনুসন্ধান অফিসে গিয়ে খোঁজখবর করতে থাকেন। ট্রেন সম্পর্কিত কোনও তথ্য রেলের তরফে দেওয়া হয়নি। যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। অনুসন্ধান অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বেশ কয়েক জন যাত্রী। বচসা গড়ায় ধস্তাধস্তিতে। বিক্ষোভের জেরে অনুসন্ধান অফিসের কাঁচ ভেঙে যায়। ফেলে দেওয়া হয় ডিসপ্লে বোর্ড। যাত্রীরা জানান বার্বিল জন শতাব্দী এক্সপ্রেস সকাল ৬.২০ তে ছাড়ার কথা ছিল।কিন্তু ট্রেন সময়ে না আসার সঠিক কারণ না জানতে পারায় ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। খবর পেয়ে আসে আরপিএফ। দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা এসে ট্রেন ছাড়ার পরবর্তী সময়ে সূচি জানালে পরিস্থিতি স্বাভাবিক হয়। দক্ষিণ পূর্ব রেল সূত্রে জানা গেছে ট্রেনে কিছু যান্ত্রিক ত্রুটির জন্য ট্রেন আসতে দেরি হয়।দশটা নাগাদ ট্রেন দেওয়া হয় কুড়ি নম্বর প্লাটফর্মে।এরপর ট্রেনটি হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় যাত্রীদের নিয়ে।
অন্য খবর দেখুন