কলকাতা: হু হু করে বাড়ছে তাপমাত্রা। গত শুক্রবারেই ৪০ ছাপিয়ে ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে গেছে কলকাতার তাপমাত্রা। রবিবার কলকাতা সহ একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের (Heat Wave) সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে। সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টিতে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস (Weather Update)।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৪৭)
আজ দিনভর দক্ষিণবঙ্গের জেলায় জেলায় স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি তাপমাত্রা থাকবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম দক্ষিণবঙ্গের এই ছয় জেলায় চরম তাপপ্রবাহের (সিভিয়ার হিট ওয়েভ) সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ৪১ ডিগ্রির দরজায় কড়া নাড়ছে কলকাতার তাপমান যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। শুষ্ক পশ্চিমী হাওয়ায় গরম বাড়বে পশ্চিমের জেলায়। শুক্রবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমের শুকনো হাওয়ায় গরম ও অস্বস্তি আরো বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে লু এর পরিস্থিতি। তাপমাত্রা ৪৫ ডিগ্রির ঘরে। কলকাতায় গরম বাতাস লু বইবার সম্ভাবনা। আগামী কয়েকদিন চরমে উঠবে আবহাওয়া, আশঙ্কা আবহাওয়া বিজ্ঞানীদের। সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন: গরমে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ওআরএস, ছাতা
মূলত ওড়িশাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবে সোমবার ও মঙ্গলবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেও তাপপ্রবাহের প্রভাব পড়ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বৃষ্টি কমে যাবে, বাড়বে তাপমাত্রা। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য জেলাগুলিতে। মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এইদিন।
আরও খবর দেখুন