সন্দেশখালি: আদালতের নির্দেশের পরই সন্দেশখালির (Sandeshkhali Incident) তদন্তভার নেয় সিবিআই। শনিবার সিবিআইয়ের (CBI) ১০ জনের প্রতিনিধি দল সন্দেশখালিতে যায়। ৫ জানুয়ারি সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপরে হামলার পর ১০০ দিনের অর্থাৎ ১০ এপ্রিল মাথায় এই তদন্তবার ভার পায় সিবিআই। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দুটি দল শাহজাহানের এলাকায় পৌঁছয়। একটি দল যায় সন্দেশখালি থানায়। আরেকটি ন্যাজাটের সুন্দরীখালি এলাকায় যায়। মহিলাদের উপর অত্যাচার, জমি দখল, ভেড়ি দখল, চাষের জমিতে নোনাজল ঢুকিয়ে দেওয়া সহ সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে ওই এলাকায় সিবিআই আধিকারিকরা গিয়েছেন বলেই মনে করা হচ্ছে।
সন্দেশখালিতে (Sandeshkhali Incident) তদন্ত ভার পাওয়ার পরই সিবিআই ইতিমধ্যে নিজস্ব একটি পোটাল খুলেছে। সেখানে সন্দেশখালির মানুষ তাদের অভাব অভিযোগ নারী নির্যাতন জমি লুট সহ একাধিক বিযয় জানাতে পারবে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রের খবর, বেশ কিছু অভিযোগ জমা পড়েছে সিবিআইয়ের ওয়েবসাইটে। অভিযোগের ভিত্তিতে আজ ১০ জনের সিবিআই আধিকারিক সন্দেশখালি থানার সুন্দর খালি কর্ণ খালি। মাঝেরপাড়া পাত্র পাড়া নতুন পড়া সহ একাধিক পাড়ায় গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাদের অভিযোগের ভিত্তিতে সত্যতা জানার চেষ্টা করেন। সন্দেশখালি কান্ড নিয়ে ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদী রহমান ও গেজেট থানার পুলিশ আধিকারিক কাছ থেকে সিবিআই তথ্য নিতে এসেছিল চলতি মাসের ১৬ এপ্রিল। তারপর এই প্রথম সন্দেশখালিতে সিবিআর প্রতিনিধি দল। শনিবারও তদন্তের প্রয়োজনেই সেখানে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। পুলিশের একটি সূত্রে জানা যাচ্ছে, নতুন করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই কারণেই শনিবারের সন্দেশখালি অভিযান সিবিআইয়ের।
আরও পড়ুন: অধীরকে ঘিরে গো ব্যাক স্লোগান নওদায়
প্রসঙ্গত বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে নেজাট ও সন্দেশখালি থানার দশটি জায়গায় পুলিশ অভিযোগ গ্রহণ কেন্দ্র খোলা হয়েছিল সেখানে প্রচুর অভিযোগ জমা পড়েছিল সেই অভিযোগগুলো সিবিআই আধিকারিকরা রাজ্য পুলিশের কাছ থেকে হস্তান্তর করে নিজের দায়িত্বে নেন। তারপর আজ সেই অভিযোগের সত্যতা জানতে সন্দেশখালিতে হাজির হন। সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পেয়েছেন তদন্তকারীরা। সেই সূত্র ধরেই সুন্দরীখালিতে অভিযান বলে মনে করা হচ্ছে। একটি সূত্রের খবর, জমি দখল সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এ বার। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিবিআই আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন।
অন্য খবর দেখুন