ভাঙড়: ভাঙড়ে তৃণমূল নেতা শওকত মোলার নামে পড়ল পোস্টার। তারপর থেকেই শুরু হয়েছে চাঞ্চল্য এলাকায়। ভাঙ্গড় বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা নামে পড়ল একাধিক পোস্টার। আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। সেই পোস্টারে লেখা, ক্যানিং ও জিবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করল। সেই খুনের দায়ের আরাবুল জেলে। শওকত মোল্লা বাইরে কেন। প্রশাসন জবাব দাও।
এর পাশাপাশি আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃতি বোমা-গুলির মাস্টারমাইন্ডের এই ভাঙড়ে ঠাঁই নাই। এছাড়া একাধিক পোস্টার পড়েছে ভাঙড়ে, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তৃণমূল নেতা শওকাত মোল্লার তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন: কলকাতার তাপমাত্রা পৌঁছবে ৪১ ডিগ্রিতে, মঙ্গল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি!