কলকাতা: কয়লা পাচার মামলায় (Coal Scam) অভিযুক্ত জয়দেব মন্ডলের (Joyadeb Mondal) জামিনের আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সিআইডি আইনজীবী শাশ্বত গোপাল মুখোপাধ্যায়ের তীব্র আপত্তিতে আবেদন খারিজ হল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে।
আসানসোলের (Asansol) কুখ্যাত কয়লা মাফিয়া ডন (Coal Mafia) হিসেবে পরিচিত জয়দেব মন্ডলের বিরুদ্ধে একইসঙ্গে সিবিআই, ইডি ও সিআইডির অভিযোগ রয়েছে। এক্ষেত্রে অভিযুক্তের বিরুদ্ধে সিআইডি মামলার পরিপ্রেক্ষিতে জামিনের আবেদন খারিজ হল।
আরও পড়ুন: কারার ওই লৌহকপাট, ভেঙে ফেল কর রে লোপাট (পর্ব ৩৮)
অভিযোগ অনুযায়ী গুলি চালানোর ঘটনায় কেউ আহত হয়নি। কোনও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি। অন্য এক অভিযুক্ত ইতিমধ্যে জামিন পেয়েছে। তাহলে এই অভিযুক্তকে কেন জামিন নয়? সওয়াল আবেদনকারীর। গাড়ির মধ্যে বসে থাকা ব্যক্তিকে লক্ষ্য করে চালানো বুলেটের অংশ পাওয়া গেছে গাড়ির ভেতর থেকে। কল ডিটেলস তথ্য অনুযায়ী অভিযুক্তের ফোনের অবস্থান, ঘটনাস্থলেই ছিল। প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী দু’জনের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। একজন গুলি চালালেও তা লক্ষ্যভ্রষ্ট হয়। সেই গুলির অংশ বিশেষ মিলেছে গাড়ি থেকে। দ্বিতীয়ত প্রত্যক্ষদর্শী অভিযুক্তকে চিহ্নিত করেছে, পাল্টা দাবি সিআইডির আইনজীবীর।
আরও খবর দেখুন