 
								                                 
                           
                        ওয়েব ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) প্রথম দফার ভোটের আগে মাত্র কয়েক দিন বাকি। তার মধ্যেই রাজ্যে ভোটের হাওয়া চাঙ্গা করতে প্রতিশ্রুতির ঝড় তুলল এনডিএ (NDA)। শুক্রবার পাটনায় নিজেদের নির্বাচনী ইশতেহার (Election Manifesto) প্রকাশ করলেন জেপি নাড্ডা (JP Nadda) ও নীতীশ কুমার (Nitish Kumar), যার নাম দেওয়া হয়েছে ‘সংকল্প পত্র’ (Sankalp Patra)।
ইশতাহারে বিহারের উন্নয়ন, কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, কৃষক কল্যাণ সহ প্রতিটি ক্ষেত্রে নজিরবিহীন প্রতিশ্রুতির ঘোষণা করা হয়েছে এনডিএ-র তরফে। একনজরে দেখে নেওয়া যাক বিহারে ফের ক্ষমতায় এলে কী কী কাজ করার কথা ঘোষণা করেছে এনডিএ।
আরও পড়ুন: ‘ছটী মাইয়া’র অপমান! রাহুল, তেজস্বীকে নিশানা করে বড় মন্তব্য মোদির
দেখুন আরও খবর: