সামসেরগঞ্জ : সাত সকালে উদ্ধার হল বোমা। বুধবার সকালে এই ঘটনা ঘটে সামসেরগঞ্জের কোহেতপুর গ্রামে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই তল্লাশি অভিযান চালায়। যার ফলে উদ্ধার হয় এই বোমা।
আরও পড়ুন: বোমা বাঁধতে গিয়ে দু-হাত উড়ল যুবকের
বুধবার সামশেরগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাঁশ বাগান থেকে দুটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করে। বুধবার সকালের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয় সামসেরগঞ্জের কোহেতপুর গ্রামে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ। বোমা উদ্ধারের পর খবর দেওয়া হয় বোম স্কোয়াডের টিমকে। বোম স্কোয়াডের টিম এসে বোমা গুলি নিষ্ক্রিয় করে। কে বা কারা বোমাগুলো বাঁশ বাগানে রেখেছিল, তার তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।