কলকাতা: দুর্গাপুজোর সময় কিংবা পুজো পরবর্তী সময়ে বিজয়ার আড্ডা দিতে তারকারা আসর বসেছিল একাধিক তারকার বাড়িতে। তবে দীপাবলির সময় ফের এরমকই এক হাউজ পার্টি- আড্ডাতে মেতেছিলেন টলিপাড়ার অনেকেই। এবারের ‘হোস্ট’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) আরবানার বিলাসবহুল ফ্ল্যাটেই জমায়েত হয়েছেন টলি সেলেবরা। ঘরোয়া আড্ডা (Raj-Subhashree House Party) এক্কেবারে জমজমাট।
আড্ডা- খাওয়া-দাওয়া সব মিলিয়ে দারুণ জমজমাট রাজ ও শুভশ্রীর হাউজ পার্টি। হাজির ছিলেন একাধিক অভিনেতারা। ‘রাজশ্রী’ ছাড়াও যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta), পরমব্রত-পিয়া, ইন্দ্রদীপ দাশগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় অনিরুদ্ধ রায়চৌধুরীরা মেতে উঠলেন জমজমাট আড্ডায়। সোশ্যাল পেজে এদিনের একটি ভিডিও ভাগ করেছেন রাজ। ভিডিওতে দেখা যাচ্ছে জমিয়ে নাচ- গান করছেন সকলে। গিটার বাজাচ্ছেন পরমব্রত, যিশু বাজাচ্ছেন কাহন। বসে বসেই নাচছেন পিয়া ও শুভশ্রী। সকলে একসঙ্গে গাইছেন ‘যাহা তেরি ইয়ে নজর হ্যাঁয়…’। এদিকে হঠাৎ অনিরুদ্ধর সঙ্গে নাচার ইচ্ছে প্রকাশ করলেন ইন্দ্রদীপ। সঙ্গীত পরিচালক ও পরিচালকের মজার নাচ ও দারুণ রসায়ন বাকিরাও উপভোগ করছেন।
আরও পড়ুন:এবার ওয়েব সিরিজ পরিচালনা করবেন কঙ্কনা!
প্রসঙ্গত,কালীপুজোর রাতে রাজ ও শুভশ্রী গিয়েছিলেন নৈহাটির বড় মা-র দর্শনে। সেখানে মাঝরাতে পুজো, অঞ্জলিতেও ভাগ নেন তাঁরা। অন্য দিকে, পরমব্রত ও পিয়ার কালীপুজো ও দিওয়ালি কেটেছে ছোট্ট নিষাদের সঙ্গে। কাজের সূত্রে, শুভশ্রীকে এরপর ফের দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। কদিন আগেই হল ছবির শুভ মহরত। নাম ওয়েটিং রুম।
View this post on Instagram
অন্য খবর দেখুন