ওয়েব ডেস্ক: অভিনেত্রী কঙ্গনা সেনশর্মা(Kankana Sensharma) পরিচালক হিসেবে নতুন একটি ওয়েব সিরিজের(Web Series) কাজ শুরু করবেন। সহ পরিচালক হিসেবে তার সঙ্গে থাকবেন জয়দীপ সরকার। এর আগে অভিনেত্রী ছবি পরিচালনার কাজও করেছেন। তিনি ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ এবং ‘লাস্ট স্টোরিজ টু’-এর মতো প্রজেক্ট পরিচালনা করেছেন। অ্যামাজন প্রাইম ভিডিওর(Amazon Prime Video) জন্য কঙ্কনা এই সিরিজটি তৈরি করবেন। কৌতুক নির্ভর নাট্যধর্মী এই সিরিজটি দক্ষিণ দিল্লিকে কেন্দ্র করে তৈরি হবে। শহুরে জীবন, সম্পর্ক এবং রোমান্স নিয়ে তৈরি এই সিরিজের কাহিনীচিত্র।
আরও পড়ুন:মল্লিকবাড়িতে কাব্য-কবীরের প্রথম ভাইফোঁটা
অভিনয় কিংবা পরিচালনা উভয় ক্ষেত্রেই তিনি একটু ভিন্নধর্মী কাজ করতে ভালোবাসেন। যদিও বেশ কিছুকাল তাকে পর্দায় দেখা যায়নি। খুব সম্ভবত আগামী বছরের ঘোরার দিকে কঙ্কনার এই নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হবে।মা অপর্ণা সেনের মতোই অভিনয় ও পরিচালনার দুনিয়া একসঙ্গে সামলাতে সিদ্ধহস্ত কঙ্কনা। ২০১৭ সালে মুক্তি পাওয়া তাঁর প্রথম পরিচালিত ছবি ‘আ ডেথ ইন দ্য গুঞ্জ’ ইতিমধ্যেই ক্লাসিকের তকমা পেয়েছে। ২০২৩ সালে ‘লাস্ট স্টোরিজ় ২’-এর ‘দ্য মিরর’ পরিচালনা করে ফের প্রমাণ করেছিলেন, গল্প বলার নিজস্ব ভঙ্গিই তাঁর পরিচয়।
কঙ্কনা নিজে এ ব্যাপারে জানিয়েছেন যে তিনি নিজে এখনো অফিসিয়ালি কিছু জানতে পারেননি। তবে তিনি খুশি।প্রসঙ্গত,২০২০ সালে মিস শেফালীকে নিয়ে একটি ওয়েব সিরিজ পরিচালনার কাজে হাতে দিয়েছিলেন কঙ্কনা। তবে নানা কারণে কাজটি হয়নি। খবর সত্যি হলে, ৫ বছর পর ওয়েব সিরিজ় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছেন কঙ্কনার।