কলকাতা: পার্ক হোটেল ও এইচএইচআই-য়ে মদ পরিবেশন ও বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করল আবগারি দফতর৷ করোনাবিধি উপেক্ষা করার অপরাধে টানা দুমাস পানশালা বন্ধ রাখতে হবে৷ মঙ্গলবার আবগারি দফতর এই নির্দেশ দিয়েছে৷ কারণে বলা হয়েছে, এই দুই হোটেল কর্তৃপক্ষ আবগারি দফতরের নিয়ম ভেঙেছে৷ তাই, আগামী ষাট দিন তারা কোনও ভাবেই মদ বিক্রি বা পরিষেবা দিতে পারবে না৷
আরও পড়ুন- দেশের মধ্যে ব্যবসার জন্য আদর্শ পশ্চিমবঙ্গ, পুরস্কৃত চারটি দফতর
করোনায় স্বাস্থ্য বিধিনিষেধ তোয়াক্কা না করে মধ্যরাতে বার খোলা রাখা হয় এই দুই হোটেলে৷ পার্কস্ট্রিটের পাঁচতারা হোটেলে স্যাটার্ডে নাইট পার্টির আয়োজন করা হয়৷ তা বন্ধ করতে গেলে পুলিশের ওপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে। ৩৭ জনকে গ্রেফতার করা হয়। মার্সিডিজ-সহ ২টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা হয় বিদেশি মদের বোতল ও গাঁজা। পরে ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা নমুনা সংগ্রহ করেন।
আরও পড়ুন- নভেম্বরেই শুরু ভোটার তালিকা সংশোধনের কাজ
এই ঘটনায় গত ১৬ জুলাই পার্ক হোটেলের ম্যানেজারকে তলব করেছিল আবগারি বিভাগ। পার্ক হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে সি সি ফুটেজও সংগ্রহ করে তারা। কোন সময় থেকে কোন সময় পর্যন্ত মদ সরবরাহ করা হয়? সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখে আবগারি বিভাগ। শুধু তাই নয়, মদ বাইরে থেকে আনা হয়, নাকি হোটেলই তা সরবরাহ করে? জানতে চায় আবগারি বিভাগ। তারপরই এ দিন এই দুই হোটেলে মাদক পরিবেশনে নিষেধাজ্ঞা জারি করেছে৷