ওয়েবডেস্ক- ভাইফোঁটা (BhaiFota), ভাইদের মঙ্গল কামনায় দিদি, বোনেরা (Brother Sister Rituals) ফোঁটা দিয়ে থাকেন। এক মধুর উদযাপন। এই পবিত্র রীতি পালনের মধ্যে দিয়ে ভাইবোনের মধ্যে সম্পর্ক আরও সুন্দর ও বন্ধন আরও দৃঢ় হয়। তবে ভাইফোঁটার সঙ্গে রসনাতৃপ্তির একটি যোগসূত্র রয়েছে।
ভাইদের পঞ্চব্যাঞ্জনে দিদি-বোনেরা তাদের রসনাতৃপ্তির আয়োজন করে থাকে। তবে ভাইফোঁটার আগেই বাজার দর (Market Price) আগুন ছোঁয়া। সবজি থেকে ফল, মাছ মাংসের দাম চড়া রয়েছে জানাচ্ছেন দোকানিরা। তার সত্ত্বেও ভাইকে পাত পেড়ে খাওয়াতে বাজার সারছেন ক্রেতারা।
আরও পড়ুন- ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন এই ভিডিয়োয়
বাজার দর একনজরে-
সবজি
আলু নতুন – ৪০ টাকা কিলো
পেঁয়াজ – ৩০ টাকা কিলো
বেগুন – ৮০-১০০ টাকা কিলো
পটল – ৫০-৬০ টাকা কিলো
ফুলকপি – ৩০-৮০ টাকা পিস
বাধাকপি – ৫০ টাকা কিলো
ভেন্ডি – ৬০ টাকা কিলো
টমেটো – ৫০ টাকা কিলো
ঝিঙ্গা – ৫০-৬০ টাকা কিলো
ফল
আপেল – ১২০ টাকা কিলো
কলা – ৬০ টাকা কিলো
শশা – ৬০ টাকা কিলো
পেয়ারা – ৮০ টাকা কিলো
বাতাবি – ৩০ টাকা পিস
মৌসম্বি – ১০ টাকা পিস
তরমুজ – ৪০ টাকা কিলো
নাশপাতি – ১২০ টাকা কিলো
খাসির মাংস – ৯০০ টাকা কিলো
মুরগির মাংস – ২২০ টাকা কিলো
কাতলা মাছ – ৪০০ টাকা কিলো
পাবদা – ৫০০ টাকা কিলো
ভেটকি – ৭০০ টাকা কিলো
বাগদা চিংড়ি – ৮০০ টাকা কিলো
গলদা চিংড়ি – ১৪০০ টাকা কিলো
পমফ্রেট – ৭০০ টাকা কিলো
দেখুন ভিডিও-